Logo
Logo
×

প্রথম পাতা

নাসা গ্রুপের প্রতিবাদ

Icon

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নাসা গ্রুপের প্রতিবাদ

গত ১৩ মে দৈনিক যুগান্তরে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘ফেঁসে যাচ্ছেন ব্যাংক মালিকদের বড় নেতা নজরুল ইসলাম মজুমদার’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে নাসা গ্রুপ। গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল সিরাজুল ইসলাম বীরপ্রতীক (বার) (অব.) স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘এই ভিত্তিহীন, বানোয়াট ও কল্পনাপ্রসূত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেদক এই প্রতিবেদনে উদ্দেশ্যমূলকভাবে নজরুল ইসলাম মজুমদারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। প্রতিবেদনের শুরুতেই বিভিন্ন জাতীয় দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, তা বিভ্রান্তিকর।

প্রকৃত অর্থে যে কোনো জাতীয় দুর্যোগে বিএবি’র নির্বাহী পর্ষদের সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই অনুদান প্রদান করা হয় এবং এক্সিম ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধিবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিজ নিজ ব্যাংকের অনুদানের চেক হস্তান্তর করেন। মো. নজরুল ইসলাম মজুমদার এ সময় এক্সিম ব্যাংক এবং বিএবির চেয়ারম্যান হিসেবেই উপস্থিত থাকেন, যার সংবাদ আপনার দৈনিকসহ সব জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়।

অন্যদিকে রফতানিমুখী তৈরি পোশাক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে যেভাবে ব্যাক টু ব্যাক এলসি’র নিয়মানুযায়ী বন্ডেড সুবিধার আওতায় রফতানি করে থাকে, নাসা গ্রুপও ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ওই নিয়ম অনুসরণ করে রফতানি করেছে। এক্ষেত্রে পত্রিকায় প্রকাশিত উল্লিখিত সময় নাসা গ্রুপের কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি।

যার ফলে সংশ্লিষ্ট কোনো ব্যাংক এই বিষয়ে কোনো ধরনের অনিয়মের ব্যাপারে নাসা গ্রুপকে অবহিত করেনি। সুতরাং উপরোক্ত তথ্য প্রমাণ করে যে, এই প্রতিবেদন দুরভিসন্ধিমূলক ও স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্রের অংশ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কারও বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পূর্বে তার মতামত নেয়ার বিধান থাকলেও এই প্রতিবেদন তৈরির পূর্বে কারও সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা হয়নি। যদিও সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন, যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কাজ বলে আমরা মনে করি।’

ব্যাংক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম