৪২ লাখ টাকায় বিক্রি মাশরাফির ব্রেসলেট
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ সবে শেষ হয়েছে। সে সময়ে সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় নিজের হাতের ব্রেসলেট খুলে মাশরাফি মুর্তজা জানান, খেলা ছেড়ে দেয়ার পর এটি নিলামে তুলবেন। তা দিয়ে মানুষকে সাহায্য করবেন। অনেকেই তখন বলেছিলেন পাঁচ লাখ টাকা পাওয়া যেতে পারে। মাশরাফি এখনও খেলা ছাড়েননি। কিন্তু করোনা যেভাবে জাপটে ধরেছে তাতে ব্রেসলেট নিলামে তুলে দিলেন। শুরুর দাম ছিল পাঁচ লাখ টাকা। সেই ব্রেসলেট বিক্রি হল ৪২ লাখ টাকায়! রোববার রাতে ‘অকশন ফর অ্যাকশন’ পেজে নিলাম শেষে ব্রেসলেট কিনেছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ। সর্বোচ্চ দর উঠেছিল ৪০ লাখ। কিন্তু আইপিডিসি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আরও পাঁচ ভাগ বাড়িয়ে দিলে সেটা দাম দাঁড়ায় ৪২ লাখে।
‘নড়াইল এক্সপ্রেস’ ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ দিয়ে করোনায় অসহায় মানুষের সাহায্য করবেন মাশরাফি। এত টাকা দিয়ে কেনার পর ব্রেসলেট আবার মাশরাফিকে উপহার দিতে চান বিএলএফসিএ’র চেয়ারম্যান মমিন উল ইসলাম। সাকিব আল হাসানের বিশ্বকাপ খেলা ব্যাট বিক্রি হয়েছিল ২০ লাখ টাকায়। এরপর টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা মুশফিকুর রহিমের ব্যাট নিলামে ১৭ লাখ টাকায় কিনেছেন শহীদ আফ্রিদি। কিন্তু মাশরাফির ব্রেসলেট পেল আকাশসম সম্মান।
নিলাম শেষ হওয়ার পর মাশরাফি বলেন, ‘আমি কখনোই আশা করিনি যে, এই জিনিসটা এত বেশি দামে বিক্রি হবে। আমার প্রিয় জিনিসটার এত মূল্য আগে বুঝতে পারিনি। অসম্ভব ভালো লাগছে। আমাকে যে সম্মান দেখানো হয়েছে তাতে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা রইল।’ এই অর্থের সিংহভাগ ব্যয় করা হবে নড়াইলে। এছাড়া বিভিন্ন সংগঠনের মাধ্যমে সারা দেশে কিছু অর্থ ব্যয় করবেন তিনি। করোনায় অসহায় হয়ে পড়া নড়াইল-২ আসনের মানুষদের সাহায্য করেছেন সংসদ সদস্য মাশরাফি। তিনি বলেন, ‘নড়াইলের বাইরেও এই অর্থ দিয়ে সহায়তা করা হবে। সারা দেশে অনেক সংস্থা অনেক ভালো কাজ করছে। তাদের মাধ্যমে অসহায় মানুষকে সাহায্য করব। এছাড়া নড়াইল অনেক দরিদ্র এলাকা। এখানে অনেক কিছু করতে হবে। নড়াইলেই বেশিরভাগ অর্থ ব্যয় করা হবে। এই অর্থ দিয়ে যত বেশি সংখ্যক লোকের ভালো করা যায় সেই চেষ্টা করব।’
নিলামে এত টাকা দিয়ে কিনেও খুবই সামান্য মনে করছেন বিএলএফসিএ’র চেয়ারম্যান ও আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মমিন উল ইসলাম। তিনি বলেন, ‘দেশের প্রতি মাশরাফির যে অবদান এই অর্থ তার সামান্য প্রতিদান মাত্র। আপনি (মাশরাফি) এই দেশকে যে সম্মান এনে দিয়েছেন, সেই সম্মানের কোনো প্রতিদান হয় না। নিলামের খবর জানতে পেরেই আমি এই সংগঠনের বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে কথা বলেছি। সবাই একবাক্যে রাজি হয়েছেন। বলেছেন, যদি ভালো কাজে এই অর্থ ব্যয় হয় এবং বাংলাদেশ অধিনায়ককে সম্মান জানানো হয় তাহলে তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। ব্রেসলেট নিতে পেরেছি তাতেই আমরা খুশি।’ ফেসবুক লাইভে তখন মাশরাফি ব্রেসলেটটি হাত থেকে খুলে বলেন, ‘এই যে আমি খুলে ফেললাম। এখন এটি আপনার (মমিন উল ইসলাম)।’ পাল্টা চমক দিয়ে তখন মমিন বলেন, ‘এটা আপনার হাতেই মানায়। ১৮ বছর ধরে এটা আপনার কাছে রয়েছে। আপনাকে এটা আমরা উপহার দিতে চাই।’ এ কথা শুনেই অবিশ্বাস্য ভালো লাগায় মাশরাফি দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন। এরপর প্রাণখোলা হাসি!
