Logo
Logo
×

প্রথম পাতা

সারা দেশে শোক অব্যাহত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সারা দেশে শোক অব্যাহত

যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম

যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শোক প্রকাশ অব্যাহত রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে শোকসভা ও শোকর‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পৃথক বিবৃতি ও শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান অনেকেই।

যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রায়পুর (লক্ষ্মীপুর) : উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, মেয়র ইসমাইল খোকন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া, বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনির হোসেন ও সম্পাদক নাজমুল আলম মিঠু, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, তাবারক হোসেন আজাদ, জহির হোসেন, কামাল উদ্দীন, এমআর সুমন, সুকান্ত মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও স্বজন সমাবেশের উপদেষ্টা মাহবুবুর রহমান লিটন, শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সম্পাদক আলমগীর হোসেন, মানবাধিকার কর্মী এমএ রহিম প্রমুখ শোক জানান।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, নুরুন্নবী নোমান, হাসান আলী ও প্রবীর চক্রবর্তী শোক প্রকাশ করেছেন।

চরফ্যাশন (দক্ষিণ) : চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, সহসভাপতি আমির হোসেন, ইয়াছিন আরাফাত, আবু ছিদ্দিক, মনির আহম্মেদ শুভ্র, এআরএম মামুন, নোমান সিকদার, মিজান নয়ন, জামাল মোল্লা, কামাল মিয়াজী, কামরুল সিকদার, শাহবুদ্দিন সিকদার, মিজানুর রহমান প্রমুখ শোক জানান।

ছাগলনাইয়া (ফেনী) : ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি নুরুজ্জামান সুমন, সহসভাপতি কামরুল হাসান লিটন, জাহাঙ্গীর কবির লিটন, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ গাজী রাজ্জাক হোসেন সুমন, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন পাটোয়ারী, দফতর সম্পাদক জিয়াউল হক বাপ্পী, সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সদস্য এএসএম আরিফ চৌধুরী জিকু, কামাল হোসেন ভুঁইয়া ও শাহ মোহাম্মদ ফয়সাল প্রমুখ শোক প্রকাশ করেছেন।

আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কেএম আজাদ রহমান, সদস্য হারুন রানা, এসএম শামীম, অপূর্ব লাল সরকার, সাইফুল ইসলাম, তপন বসু, ওয়াসিম ভুঁইয়া সেলিম, প্রবীর বিশ্বাস ননী, মাহাবুবুল ইসলাম, ওমর আলী সানী, জাহিদুল ইসলাম, রিপন বিশ্বাস, জয় রায়, স্বপন দাস, নাজমুল ইসলাম রিপন, বরুণ বাড়ৈ, পলাশ দত্ত, মারুফ মোল্লা, মৃদুল দাস, মনিরুজ্জামান মনির প্রমুখ শোক প্রকাশ করেছেন।

বাউফল (পটুয়াখালী) : বাউফল প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। সোমবার বিকালে শোকসভায় বক্তব্য দেন অধ্যাপক আমিরুল ইসলাম, হারুন অর রশিদ খান, কামরুজ্জামান বাচ্চু, আরেফিন সহিদ, জসীম উদ্দিন প্রমুখ শোক প্রকাশ করেছেন।

দশমিনা (পটুয়াখালী) : মঙ্গলবার প্রেস ক্লাবের সভাপতি রিপন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তিতাস, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহাগ, সহসভাপতি আহম্মেদ ইব্রাহিম অরবিল, সদস্য সচিব এইচএম ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কর্মকার, সাইদুর রহমান সাইদ প্রমুখ।

কাঁঠালিয়া (ঝালকাঠি) : কাঁঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার কাজল, সহসভাপতি ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক মাসউদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলম, কোষাধ্যক্ষ জাকির হোসেন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক খাইরুল আমিন ছগির, সমাজকল্যাণ সম্পাদক এইচএম নাসির উদ্দীন আকাশ, প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ প্রমুখ শোক জানান।

কাউখালী (পিরোজপুর) : উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আবদুস শহীদ, যুবদল কেন্দ্রীয় নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত রায়, কাউখালীর উত্তর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম রতন, প্রেস ক্লাবের সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক এনামুল হক, মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মীর জিয়াদুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট পরিতোষ সমদ্দার, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ খসরু, মিডিয়া ক্লাবের সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ শোক প্রকাশ করেছেন।

আমতলী (বরগুনা) : আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক পরিতোষ কর্মকার, সহসভাপতি হোসাইন আলী কাজী, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংবাদিক নাসির উদ্দিন ও এইচএম কাওসার মাদবর। এছাড়া আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানী হাসান প্রমুখ শোক প্রকাশ করেছেন।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুবলীগ আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন প্রমুখ শোক জানান।

লোহাগড়া (নড়াইল) : লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট ছালাম খান, সম্পাদক বদরুল আলম টিটো, সহসভাপতি বিপ্লব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, নির্বাহী সদস্য রূপক মুখার্জি, দফতর সম্পাদক ওবায়দুর রহমান, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মারুফ সামদানী, সাধারণ সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ আবু আবদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান রুনু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, সহসভাপতি ফয়জুল হক রোম শোক জানিয়েছেন।

কাউনিয়া (রংপুর) : প্রেস ক্লাব কাউনিয়ার সভাপতি মোস্তাক আহম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, সারওয়ার আলম মুকুল, আবদুল কুদ্দুছ বসুনিয়া, আবু হাসান, আকরাম হোসেন, আবদুস ছালাম, জহির রায়হান, আসাদুল ইসলাম আসাদ, নুরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, নিতাই রায় প্রমুখ শোক জানান।

কালাই (জয়পুরহাট) : কালাই প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সহসভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, নির্বাহী সদস্য আবদুল বাতেন, মাজেদুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম সেলিম সরোয়ার প্রমুখ শোক প্রকাশ করেছেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, আবদুল আজিজ মজনু, আমিনুল ইসলাম, অলিউর রহমান নয়ন, সিদ্দিকুর রহমান শাহিন, শাহিনুর রহমান শাহিন, সিরাজুল ইসলাম হিরু, জাহাঙ্গীর আলম, অনিল চন্দ্র রায়, জাহাঙ্গীর আলম, এসএম আসাদুজ্জামান (খলিল), বাবুল হোসেন, জিয়াউর রহমান, উত্তম কুমার মোহন্ত, নুরনবী মিয়া প্রমুখ শোক জানান।

উলিপুর (কুড়িগ্রাম) : উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র তারিক আবুল আলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন মণ্ডল দুলু, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড দেলওয়ার হোসেন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, জাসদের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাস, উপজেলা বাসদের সমন্বয়ক সাঈদ আখতার আমীন, প্রেস ক্লাবের আহ্বায়ক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষণ, সদস্য সচিব আল এনায়েত করিম রনি, মমিনুল ইসলাম, আতিক রহমান, ইউনুস আলী, রুহুল আমীন রুকু, আতাউর রহমান সবুজ, মাজাহারুল ইসলাম মিলন, বাবু দেব, চন্দন সরকার, নয়ার আলোর বাবলু মিয়া, শিমুল দেব প্রমুখ শোক প্রকাশ করেছেন।

জলঢাকা (নীলফামারী) : মঙ্গলবার জলঢাকা প্রেস ক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জলঢাকা প্রেস ক্লাব সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাহ্বুবর রহমান মনি, সফিকুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হাসিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লেবু, শফিকুল ইসলাম শফি, মৃত্যুঞ্জয় রায়, আসাদুজ্জামান স্টালিন, আবেদ আলী, ছানোয়ার হোসেন বাদশা, মাইদুল ইসলাম, মানিক লাল দত্ত, রনজিত রায় প্রমুখ শোক জানান।

অভয়নগর (যশোর) : অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার স ম মোশাররফ হোসেন, এসএম ফারুক আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আশরাফউজ্জামান, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলম ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মল্লিক, সহসভাপতি এসএম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, সহ-সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দফতরি, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, দফতর সম্পাদক শাহিন আহমেদ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, কানিস সদস্য গাজী রেজাউল করিম, হারুন অর রশিদ প্রমুখ শোক জানান।

চিতলমারী (বাগেরহাট) : চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পংকজ মণ্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফা, এসএস সাগর, শেখর ভক্ত, প্রদীপ মণ্ডল, কপিল ঘোষ, দেবাশিষ বিশ্বাস, তাওহীদুর রহমান বাবু, পংকজ রায়, কামরুজ্জামান প্রমুখ শোক প্রকাশ করেছেন।

লালপুর (নাটোর) : নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, নাটোর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম ডাবলু খান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর সাবেক পৌর মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল, লালপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাহীন ইসলাম, সাংবাদিক শাহ্ আলম সেলিম, গোপালপুর চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ শোক প্রকাশ করেছেন।

ভেড়ামারা (কুষ্টিয়া) : ভেড়ামারা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজাউল, আনসারুল হক, ইসমাইল হোসেন বাবু, মাসুদ করিম, কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডা. আমিরুল ইসলাম মান্নান, ফিরোজ মাহমুদ, নোমান জহির রাজা, মাসুদ রানা, মনির উদ্দিন মনির, রাইসুল ইসলাম আসাদ, আল-মাহাদী, সোহেল, নবীন, মিলন, আ স ম শাহাবুদ্দীন প্রমুখ শোক জানান।

লামা (বান্দরবান) : লামা রিপোর্টার ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, বেলাল আহমদ শোক প্রকাশ করেছেন।

বালিয়াকান্দি (রাজবাড়ী) : বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনির হোসেন মনির, আওয়ামী লীগের সভাপতি আঃ হান্নান মোল্লা, শিল্পপতি ফরিদ হোসেন বাবু, নারুয়া ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, জঙ্গল ইউনিয়ন আ. লীগের সভাপতি কল্লোল কুমার বসু, সাবেক ছাত্রনেতা আলমগীর বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ডিবিসির প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, বার্তা ২৪. কমের সোহেল মিয়া, সবুজ সিকদার, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

কিশোরগঞ্জ : বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জের আরও রাজনীতিক, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন শোক প্রকাশ করেছেন। এদের মধ্যে বিসিবির ঢাকা বিভাগীয় পরিচালক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রয়াত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ভাই সৈয়দ আশরাফুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলার বাজিতপুরের স্বপ্ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও দৈনিক সাতকাহনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আমিনুল হাসান লিটন, দৈনিক আজকের দেশ পত্রিকার সম্পাদক কাজী শাহীন খান, দৈনিক সাতকাহনের ভারপ্রাপ্ত সম্পাদক সালমান নিজাম, বাংলাদেশ বেতারের কিশোরগঞ্জ প্রতিনিধি মু আ লতিফ, দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ প্রতিনিধি সুবীর বসাক, দৈনিক সমকালের কিশোরগঞ্জ অফিস প্রধান সাইফুল হক মোল্লা দুলু, বাংলাদেশ টেলিভিশনের কিশোরগঞ্জ প্রতিনিধি রুহুল কুদ্দুছ সেলিম, দৈনিক প্রথম আলোর কিশোরগঞ্জ প্রতিনিধি তাফসিলুল আজিজ, এনটিভির কিশোরগঞ্জের স্টাফ করেসপনডেন্ট মারুফ আহমেদ, সময় টিভি ও দৈনিক সময়ের আলো পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদ, দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান, মানবজমিন পত্রিকার কিশোরগঞ্জের স্টাফ রিপোর্টার মো. আশরাফুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি মাজহাব মান্না, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কিশোরগঞ্জ প্রতিনিধি নূর আবিদ খান বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি শাহজাহান সাজু, নিউজ টুয়েন্টি ফোরের কিশোরগঞ্জ প্রতিনিধি আলম ফয়সাল প্রমুখ পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

খুলনা : বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। অনুরূপ শোক জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতারা। বিবৃতিতে নেতারা বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ও প্রথম সারির দুটি গণমাধ্যম প্রতিষ্ঠায় অবদান রাখা নুরুল ইসলাম বাবুলকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন- এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামান, সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয় ও কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এহতেশামুল হক শাওন।

রেখে যাওয়া কাজেই তিনি মানুষের মাঝে বেঁচে থাকবেন -মো. হেমায়েত হোসেন হিমু : ফরিদপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হেমায়েত হোসেন হিমু বলেছেন, নুরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) একজন সফল শিল্পোদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব। বাংলাদেশে শিল্পের বিকাশে অসাধারণ ভূমিকা পালন করায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।

দেশের বেসরকারি খাত যাদের হাতে বিকশিত হয়েছে নুরুল ইসলাম তাদের অন্যতম। আর তার হাতেই শিল্প খাতে যোগ হয়েছে নতুন মাত্রা। এই গুণী ব্যক্তির মৃত্যুতে বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।

অনেক গুণের কারণেই তিনি পথিকৃৎ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এবং নতুন উদ্যোক্তারা তাকে অনুকরণ করবেন বলে আমার বিশ্বাস। আমি তার হাতে গড়া প্রতিষ্ঠানের সফলতা ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

শোক নুরুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম