Logo
Logo
×

প্রথম পাতা

সুস্থ ৯২ লাখ 

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ২০ হাজার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ২০ হাজার

বিশ্বে করোনা রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৬ লাখ ২০ হাজারের বেশি মানুষ। তবে সুস্থতার হারও বেশ ভালো। ৯৪ ভাগ মানুষই করোনা থেকে সুস্থ হয়েছেন, যেখানে মৃত্যুহার মাত্র ৬ ভাগ। ইতোমধ্যে প্রায় ৯২ লাখ মানুষ করোনাভাইরাসকে জয় করেছেন।

যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলে করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ পর আবারও ২৪ ঘণ্টায় মৃত্যু হাজার ছাড়িয়েছে। মহামারী পরিস্থিতি ‘ভালো হওয়ার আগে আরও খারাপ’ হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ায় এক গবেষণায় দেখা গেছে, সেখানে বাইরের চেয়ে ঘরের ভেতরেই বেশি মানুষ সংক্রমণের শিকার হচ্ছেন। খবর বিবিসি, গার্ডিয়ান ও এএফপিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার ২৫২ জন। মারা গেছেন ৬ লাখ ২০ হাজার ৫০৮ জন। অবস্থা আশঙ্কাজনক ৬৩ হাজার ৬৩২ জনের।

সুস্থ হয়েছেন ৯১ লাখ ৫৩ হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৩০, মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৭৮ জনের। 

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১১৯ জনের। যা আগের দিন ছিল যথাক্রমে ৬২ হাজার ৮৭৯ ও ৫৪৫ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ৪০ লাখ ৩০ হাজার ২৫৪, মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জন। 

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৮৭, মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৬ জনের। যা আগের দিন ছিল যথাক্রমে ২১ হাজার ৭৫০ ও ৭১৮ জন। এতে দেশটিতে রোগীর সংখ্যা ২১ লাখ ৬৬ হাজার ৫৯৬, মৃত্যু হয়েছে ৮১ হাজার ৫৯৭ জনের।

বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৯ হাজার ১৬৮ জনের, মারা গেছেন ৬৭১ জন। এ নিয়ে দেশটিতে রোগী ১২ লাখ ১ হাজার ৭১৮, মারা গেছেন ২৮ হাজার ৮৪৬ জন। 

চতুর্থ স্থানে রাশিয়ায় রোগীর সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ১৯০, মারা গেছেন ১২ হাজার ৭৪৫ জন। পেরুকে ছাড়িয়ে পঞ্চম স্থানে উঠে আসা দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৩ লাখ ৮১ হাজার ৮৯৮, মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৬৮ জনের।

পেরুতে রোগী ৩ লাখ ৬২ হাজার ৮৭, মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৭৯ জনের। সপ্তম স্থানে থাকা মেক্সিকোতে আক্রান্ত ৩ লাখ ৫৬ হাজার ২৫৫, মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪শ’ জনের। 

পরিস্থিতি আরও খারাপ হতে পারে -ট্রাম্প : যুক্তরাষ্ট্রের মহামারী পরিস্থিতি ‘ভালো হওয়ার আগে আরও খারাপ’ হতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এটি (মহামারী পরিস্থিতি) ভালো হওয়ার আগে সম্ভবত দুর্ভাগ্যজনকভাবে আরও খারাপ হবে।

এটি এমন কিছু যা আমি বলতে পছন্দ করি না, কিন্তু পরিস্থিতি এমনই। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়ে তাদের ‘দেশপ্রেম’ দেখাতে বলেছেন। তবে ব্রিফিংয়ের সময় ট্রাম্প নিজেই মাস্ক পরেননি। 

দ. কোরিয়ায় বাড়ির ভেতরেই সংক্রমণ বেশি : দক্ষিণ কোরিয়ায় বাইরের চেয়ে বাড়ির ভেতরের মানুষদের মাধ্যমে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। দক্ষিণ কোরিয়ার মহামারী বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।

তারা জানান, ৫ হাজার ৭০৬ জন রোগীর ওপর এ গবেষণা পরিচালিত হয়। এতে দেখা যায়, ভাইরাসে সংক্রমিত ১০০ জনের মধ্যে মাত্র দু’জন বাড়ির বাইরের কিংবা পরিবারের বাইরে অন্য কারও মাধ্যমে সংক্রমণের শিকার হয়েছেন। 

পশ্চিমবঙ্গে সপ্তাহে ২ দিন লকডাউন : গত কয়েকদিন ধরেই প্রতিদিন প্রায় দু’হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গে। এমন পরিস্থিতিতে সোমবার মমতা ব্যানার্জির সরকার জানিয়েছে, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে।

রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এবার রাজ্যবাসীকে আরও বেশি সতর্ক হতে হবে। পরিস্থিতি মোকাবেলায় চলতি সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে সপ্তাহে ২ দিন লকডাউন থাকবে।

বলিভিয়ার ঘরে ঘরে লাশ : গত ৫ দিনে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় রাস্তা ও বাড়ি থেকে ৪০০টির বেশি লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মরদেহগুলোর মধ্যে ৮৫ শতাংশই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার বলিভিয়া পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়।
 

করোনা বিশ্ব মৃত্যু ৬ লাখ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম