করোনায় মৃত্যু আরও ২৬, শনাক্ত ১৫৪৪ জন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় চার হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৫৪৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৪৮ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ১৭৯ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৫৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত তিন লাখ ৪৮ হাজার ৯১৬। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ। এই সময়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৯ জন নারী। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে চারজন এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭৯ জন এবং মোট সুস্থ দুই লাখ ৫৬ হাজার ৫৬৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪২ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭৩৬ জন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ২০৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ২৩৮ জন।
