Logo
Logo
×

প্রথম পাতা

বিশ্বে আক্রান্ত ৩ কোটি ১০ লাখ ছাড়াল

করোনা চিকিৎসায় ভেষজ ওষুধের ট্রায়াল অনুমোদন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা চিকিৎসায় ভেষজ ওষুধের ট্রায়াল অনুমোদন

করোনা রোগীর চিকিৎসায় এবার ভেষজ ওষুধের কার্যকারিতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার ডব্লিউএইচওসহ আরও দুটি সংস্থার গবেষকরা গাছগাছড়া থেকে পাওয়া ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য নীতিমালা বা প্রটোকল যৌথভাবে অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি ট্রায়ালের তথ্য সংগ্রহ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি পর্যবেক্ষণের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। করোনায় মারা গেছেন ৯ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। যুক্তরাজ্যে আইসোলেশনের নিয়ম না মানলে ১০ হাজার পাউন্ড জরিমানার বিধান চালু হচ্ছে। দেশটিতে ফের করোনাকে গুজব দাবি করে বিক্ষোভ হয়েছে। ভারতে ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর বিবিসি, এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে: মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা কয়েক মাস আগে করোনার চিকিৎসায় আর্টেমিসিয়া গাছ থেকে তৈরি এক বিশেষ পানীয় বা হারবাল চায়ের ব্যাপক গুণকীর্তন করেছিলেন। এ নিয়ে বিশ্বব্যাপী তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। আর্টেমিসিয়া গাছ ম্যালেরিয়ার চিকিৎসায় সফল হিসেবে প্রমাণিত হলেও কোভিড-১৯ চিকিৎসায় এর কার্যকারিতার প্রমাণ মেলেনি।

ডব্লিউএইচও, আফ্রিকান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ও আফ্রিকান ইউনিয়ন কমিশন ফর সোশ্যাল অ্যাফেয়ার্সের গবেষকরা শনিবার কোভিড-১৯ চিকিৎসায় ভেষজ ওষুধের ‘ফেজ-থ্রি’ বা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের প্রটোকল তৈরি করেন। প্রটোকলে ভেষজ ওষুধ ব্যবহারে নিরাপত্তার বিষয়টিতে বিশেষ নজর দেয়ার কথাও বলা হয়েছে।

ডব্লিউএইচওর আফ্রিকা আঞ্চলিক কার্যালয়ের অধীন ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যান্ড লাইফ কোর্সের পরিচালক ড. প্রসপার তুমুসিম জানান, করোনার চিকিৎসায় প্রথাগত ওষুধ যদি নিরাপদ, কার্যকর ও মানসম্পন্ন প্রমাণ হয়, তাহলে দ্রুত ও বড় পরিসরে স্থানীয় পর্যায়ে সেসব ওষুধ উৎপাদনের পরামর্শ দেবে ডব্লিউএইচও।

বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোতলালেপুলা গিলবার্ট মাতসাবিসা বলেন, আফ্রিকা অঞ্চলের বিজ্ঞানীরা সত্বর কোভিড-১৯ চিকিৎসার গবেষণায় ভেষজ ওষুধের কার্যকারিতার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন, যাতে ওই অঞ্চলে চলমান করোনা মহামারী মোকাবেলায় প্রথাগত ওষুধ ব্যবহার করে মানুষ উপকৃত হতে পারে।

এদিকে বাংলাদেশ সময় রোববার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১০ লাখ ২৬ হাজার ৫৩৪ জন। মারা গেছেন ৯ লাখ ৬২ হাজার ১৫০ জন। অবস্থা আশঙ্কাজনক ৬১ হাজার ৪০৭ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ২৬ লাখ ২৩ হাজার ৭৪৫ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯১ হাজার ১৯৬, মৃত্যু হয়েছে ৫ হাজার ১৪১ জনের।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। একই সময়ে মারা গেছেন ৬৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৬৯ লাখ ৬৯ হাজার ৯৩১ জন, মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৮৫১ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৫৫ জন, একই সময়ে মারা গেছেন ১ হাজার ১৪৯ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৫৪ লাখ ৫ হাজার ২৫২ জন, মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৭৫০ জনের। বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯১৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭০৮ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ৪৫ লাখ ২৮ হাজার ৩৮৬ জন, মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৫৩১ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৩৫১ জন, মারা গেছেন ১৯ হাজার ৪১৮ জন।

ব্রিটেনে আইসোলেশনে না থাকলে জরিমানা : ব্রিটেনে যারা সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ মানতে অস্বীকার করবে তাদের ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে। করোনাভাইরাস পজিটিভ বা কেউ কোনো রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল বলে শনাক্ত হলে তাকে আইসোলেশনে থাকতে হবে, না মানলে জরিমানা গুণতে হবে-আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে এ আইনটি কার্যকর হচ্ছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে নতুন করে লকডাউনের কথাও ভাবছে সরকার।

যুক্তরাজ্যে ফের বিক্ষোভ : করোনা মহামারী নিয়ন্ত্রণে জারি করা বিধিবিধানের বিরুদ্ধে শনিবার লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কয়ারে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাদের হাতে ছিল ‘কোভিড হচ্ছে গুজব’, ‘আমার শরীর, আমার পছন্দ: বাধ্যতামূলক মাস্ক মানি না’ প্রভৃতি লেখা ব্যানার। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কমপক্ষে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ স্পেনের : চীনা হ্যাকারদের বিরুদ্ধে ল্যাব থেকে করোনা ভ্যাকসিনের তথ্য চুরির অভিযোগ তুলেছে স্পেন। স্পেনের সংবাদমাধ্যম এল পেইসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির একটি ল্যাবে সাইবার হামলা চালিয়েছে চীনা হ্যাকাররা। তবে এই পরিস্থিতি কীভাবে তৈরি হল, ঠিক কোন ধরনের তথ্য চুরি গিয়েছে বা কবে হ্যাক করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জরুরি বৈঠক ডেকেছেন মোদি : দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

করোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম