ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি পরস্পর নয় : বাইডেন
সংক্ষিপ্ত আকারে ‘থ্যাঙ্কসগিভিং ডে’ পালনের আহ্বান * বাইডেনকে অবশেষে চীনের প্রেসিডেন্টের অভিনন্দন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত, একে অপরের সঙ্গে নয়। বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে মহামারী করোনার বিরুদ্ধে তিনি লড়াই করার আহ্বান জানান। বুধবার ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উপলক্ষে এক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এ বছর ‘থ্যাঙ্কসগিভিং ডে’ ঘটা করে পালন না করে সবাইকে সংক্ষিপ্ত আকারে করার আহ্বান জানান তিনি। এদিকে বাইডেনকে অবশেষে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বিবিসি ও রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন বলেন, করোনাভাইরাস আমাদের ব্যথিত করছে, প্রাণ কেড়ে নিচ্ছে, হতাশা বাড়িয়ে দিচ্ছে। তাই করোনার বিরুদ্ধের লড়াইয়ে আমাদের মেরুদণ্ড শক্ত রাখতে হবে। আমাদের প্রচেষ্টাগুলো দ্বিগুণ করতে হবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুনরায় কথা দিতে হবে। তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা সর্বদা আপনাদের প্রেসিডেন্টের কাছ থেকে সত্যটা শুনতে চান। সত্য বলতে কী এ ভাইরাসের সংক্রমণ আমাদের রুখতে হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমরা আমাদের চিকিৎসক, নার্স ও প্রথম সারির মেডিকেল কর্মীদের কাছে ঋণী, আমরা আমাদের দেশবাসী ও নাগরিকদের কাছে ঋণী।
আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়ে বাইডেন বলেন, ভাইরাস ছড়াতে পারে ছুটির দিনেও। আপনারা এমন কোনো আয়োজন করবেন না যাতে ভাইরাস বেশি করে ছড়ায়। এ বছরের ‘থ্যাঙ্কসগিভিং ডে’ সংক্ষিপ্ত আকারে পালনের আহ্বান জানিয়ে বাইডেন বলেন, তিনি নিজেও এবার কেবল স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের সঙ্গে দিনটি উদযাপন করবেন। ডেলওয়ার অঙ্গরাজ্যের নিজের শহর উইলমিংটন থেকে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, বিশ্বাস, সাহস, ত্যাগ এমনকি, দুর্দশার মুখেও দীর্ঘদিন ধরে থ্যাঙ্কসগিভিং ডে আমেরিকার অংশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নভেম্বরের শেষ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কসগিভিং ডে’ হিসেবে পালন করা হয়। ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের সময় ঐক্য ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে এ প্রথার সূচনা হয়েছিল।
এদিকে নির্বাচনের ফল উল্টে দিতে সমর্থকদের কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়ায় এক সভায় ফোনের মাধ্যমে বক্তৃতায় তিনি এমন আহ্বান জানান। নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তবে জবাবে বাইডেন বলেন, নির্বাচনের ফল ভিন্ন দিকে প্রবাহিত করার পক্ষে মার্কিনিরা দাঁড়াবে না। উইলমিংটনে তিনি বলেন, মার্কিনিরা সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়েছে এবং পরে আমরা এর ফলাফলকে সম্মান করেছি। তিনি বলেন, এ দেশের জনগণ ও দেশের আইন অন্য কোনো কিছুর পক্ষে দাঁড়াবে না।
বাইডেনকে অবশেষে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের অভিনন্দন : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অবশেষে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার পাঠানো অভিনন্দন বার্তায় জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশ যেন আর কোনো সংঘাত বা সংঘর্ষে জড়িয়ে না যায়। পারস্পরিক সম্মান ও সহযোগিতার মধ্য দিয়ে বিশ্ব শান্তি ও উন্নয়নের মহৎ উদ্দেশ্যে অগ্রসর হতে তিনি বাইডেনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দু’দেশের সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশ তাদের নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে জড়িত বলে তিনি মন্তব্য করেন।
ফ্লিনকে ক্ষমা করে দিলেন ট্রাম্প : যুক্তরাষ্ট্রের দণ্ডপ্রাপ্ত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে নিঃশর্ত ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করে দিয়েছেন। রাশিয়ার সঙ্গে গোপন আঁতাতের ব্যাপারে ২০১৭ সালে এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছিলেন বলে দোষ স্বীকার করেন ফ্লিন। যদিও পরে তিনি স্বীকারোক্তি প্রত্যাহারের চেষ্টা করেন।
ফ্লিন সমর্থকদের দাবি, ওবামা সরকারের অপচেষ্টার বলি হয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা। প্রায় ২২ মাস অনুসন্ধানের পর ২০১৯ সালে মার্কিন বিচার বিভাগ জানায়, নির্বাচনে জিততে ট্রাম্প বা তার কোনো সহযোগীর বিরুদ্ধে রুশ প্রশাসনের সঙ্গে ষড়যন্ত্রমূলক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
