Logo
Logo
×

প্রথম পাতা

দেশে করোনায় মৃত্যু ছাড়াল ৬৫০০

Icon

যুগান্তর রিপোর্ট 

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দেশে করোনায় মৃত্যু ছাড়াল ৬৫০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৪। একই সময়ে নতুন করে ২ হাজার ২৯২ জন শনাক্ত হয়েছেন।

দেশে চিহ্নিত রোগীর সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮। কোভিড-১৯ প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদফতর।

৪ নভেম্বর তা ৬ হাজার ছাড়িয়েছিল। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। যা এক দিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ২৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

একই সময়ে সারা দেশে ১১৮টি ল্যাবে ১৭ হাজার ৫২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৭ লাখ ১৩ হাজার ২০২টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ পুরুষ এবং নারী ১২ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের, ২ জনের বয়স ৩১ থেকে ১১ বছরের মধ্যে।

এদের ২৯ জন ঢাকা বিভাগের, ২ জন চট্টগ্রাম, ২ জন রাজশাহী এবং ২ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত ৫ হাজার ৭ পুরুষ এবং ১ হাজার ৫১৭ নারী মারা গেছেন।

৩ হাজার ৪৫৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়াও ১ হাজার ৭০৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭৯৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩৪১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১৪৫ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৫২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩১ জনের বয়স ছিল ১০ বছরের কম।

বিশ্বে একদিনেই করোনায় মৃত্যু ১২ হাজার : বিশ্বে গেল ২৪ ঘণ্টায় ১২ হাজার মানুষের প্রাণ নিয়েছে করোনাভাইরাস। এর আগে মহামারীর ১১ মাসে একদিনে এত মৃত্যু দেখেনি বিশ্ব।

২১৮টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।

এতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮ লাখে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তাদের করোনা ভ্যাকসিন উৎপাদনে ত্রুটি রয়েছে। তবে ঠিক কী ধরনের ত্রুটি, তা তারা খোলাসা করেনি।

করোনায় মারা গেছেন সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, মহামারী থাকুক আর নাই থাকুক, মানুষকে অবশ্যই শারীরিকভাবে সক্রিয় থাকতে হবে। খবর বিবিসি ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৮ লাখ ৫৫ হাজার ৮৬২ জন।

মারা গেছেন ১৪ লাখ ২৯ হাজার ৭২৫ জন। অবস্থা আশঙ্কাজনক ১ লাখ ৪ হাজার ৫৬০ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৯৪০ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬৪২ জন। একই সময়ে বিশ্বে রেকর্ড ১২ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ২ হাজার ৩০৪ জন। বিশ্বের অন্যান্য দেশেও করোনায় মৃত্যু বেড়েছে। এদিন যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া, মেক্সিকো, ভারত, ব্রাজিলসহ বিভিন্ন দেশে ৫শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

বিশ্ব তালিকায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ১ কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৮২০ জন, মারা গেছেন ২ লাখ ৬৮ হাজার ২৪৬ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট রোগী ৯২ লাখ ৬৬ হাজার ৭৫৮ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ৩৫ হাজার ২৭৩ জনের।

বিশ্বে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত ৬১ লাখ ৬৬ হাজার ৮০১ জন, মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ৭৯৭ জন। চতুর্থ স্থানে রাশিয়ায় করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ৮৭ হাজার ৯২৯ জন।

দেশটিতে মারা গেছেন ৩৮ হাজার ৪০ জন। পঞ্চম স্থানে ফ্রান্সে করোনা রোগীর সংখ্যা ২১ লাখ ৭০ হাজার ১৫১ জন। দেশটিতে মারা গেছেন ৫০ হাজার ৬১৮ জন।

মার্চের পর বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে গেছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য প্রচার বিভাগের প্রধান রুডিগার ক্রেচ বলেছেন, মহামারী থাকুক আর নাই থাকুক, মানুষকে অবশ্যই সক্রিয় থাকতে হবে।

কারণ আমরা সক্রিয় না থেকে অসুস্থতার আরেক মহামারী তৈরি করতে পারি। সংস্থাটি বলছে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ব্যায়াম জরুরি। তাই নিষ্ক্রিয়তার পরিণাম হতে পারে ভয়াবহ। 

অক্সফোর্ডের ভ্যাকসিন উৎপাদনে ত্রুটি : ভ্যাকসিন উৎপাদনে ত্রুটির কথা জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

অথচ কয়েকদিন আগেই জানানো হয়েছিল, তাদের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর।

বুধবার ভ্যাকসিনটির উৎপাদক প্রতিষ্ঠান দুটি জানাল, উৎপাদনগত ত্রুটি রয়েছে তাদের তৈরি করোনা ভ্যাকসিনের। ফলে তাদের সাফল্যে আশার আলো দেখা একাধিক দেশ এখন সংশয়ে পড়েছে।

পুরুষের প্রজনন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে করোনা : করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া কয়েকজন পুরুষের ময়নাতদন্ত করে দেখা গেছে, এই ভাইরাস পুরুষের প্রজনন ক্ষমতায় প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনাভাইরাসে মারা যাওয়া ছয়জন পুরুষ ও অন্য উপসর্গে মারা যাওয়া তিনজন পুরুষের টিস্যু পরীক্ষা করেন।

এতে দেখা যায়, করোনায় আক্রান্ত রোগীর টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে, যা শুক্রাণুর উৎপাদন ক্ষমতাকে নষ্ট করে। 

সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুদানের সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদী মারা গেছেন।

বৃহস্পতিবার পারিবারিক সূত্রে ও পার্টির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি হাসপাতালে ভর্তি হওয়ার তিন সপ্তাহ পরে তিনি মারা গেছেন।

৮৪ বছর বয়সী আল-মাহদী সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির তাকে ক্ষমতাচ্যুত করেন।
 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম