Logo
Logo
×

প্রথম পাতা

ঠাণ্ডায় বাড়ছে শিশুদের রোগ হাসপাতালে ভিড়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঠাণ্ডায় বাড়ছে শিশুদের রোগ হাসপাতালে ভিড়

এখনও নাম রাখা হয়নি। বয়স মাত্র একদিন। এরমধ্যে ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগে তাকে কোলে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে দৌড়াচ্ছেন মা। জন্মের পরেই ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত শিশুটি।

তার মতো আরও অনেক অভিভাবক শিশুর ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় করছেন। শ্বাসকষ্ট-জ্বর-কাশি-ডায়রিয়াও। গত কয়েক দিন ধরেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে শীতজনিত নানা ধরনের রোগ। এর মধ্যে শিশুদের অবস্থা বেশ নাজুক। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতের শুরুতেই বাড়ছে ঠাণ্ডাজনিত রোগও।

জানতে চাইলে ঢাকা শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আবদুল হাকিম যুগান্তরকে বলেন, সারা বছরই ঠাণ্ডার সমস্যা নিয়ে শিশুরা হাসপাতালে ভর্তি হয়। গত কয়েকদিনে রোগী কিছুটা বেড়েছে। তবে শীতজনিত রোগে বলা ঠিক হবে না। তিনি বলেন, তবে গত কয়েক দিনে শিশু হাসপাতালে করোনা রোগীর সংখ্যাও অনেক বেড়েছে।

এ প্রসঙ্গে শিশু বিশেষজ্ঞ ডা. শাহেদ ইমরান যুগান্তরকে বলেন, রাজধানীতে এখনও শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার মতো শীত পড়ছে না। তবে বাবা-মায়ের অসাবধানতার কারণে অনেক শিশু ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছে। এক্ষেত্রে তিনি শিশুদের প্রতি অধিক যত্নবান হওয়ার পরামর্শ দেন।

ঠাণ্ডাজনিত সমস্যা আক্রান্ত শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম