Logo
Logo
×

প্রথম পাতা

মনিরের বিরুদ্ধে দুদকের চার্জশিট ৮ বছর পর

২ মামলায় ২৫ দিনের রিমান্ডে গোল্ডেন মনির

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মনিরের বিরুদ্ধে দুদকের চার্জশিট ৮ বছর পর

বিপুল অর্থ, অস্ত্র ও মদসহ গ্রেফতার গোল্ডেন মনিরের বিরুদ্ধে একটি মামলায় চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৮ বছর আগে মামলাটি হয়। বৃহস্পতিবার এ চার্জশিট অনুমোদন দেয়া হয় বলে দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, তিন কোটি ১০ লাখ ৮৫ হাজার ৩৩৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। শিগগির এ অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।

এদিকে বাড্ডা থানায় অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের আলাদা তিন মামলায় তিন দিন করে মোট ৯ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তিন দিন করে রিমান্ডের আদেশ দেন। আর মাদক আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তিন দিনের রিমান্ডের আদেশ দেন। তবে অস্ত্র ও মাদক আইনের মামলার রিমান্ড একসঙ্গে চলবে বলে আদেশ দেন আদালত। এতে করে তিন মামলায় গোন্ডেন মনিরকে মোট ছয় দিনের রিমান্ড খাটতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে মনির তার হিসাবে এক কোটি ৬১ লাখ টাকার সম্পদ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দান হিসেবে পাওয়ার ‘ভুয়া তথ্য’ দিয়েছেন। এ ছাড়া আরও এক কোটি ৪৯ লাখ ৮৫ লাখ ৩৩৫ টাকার সম্পদের তথ্য মনির তার হিসাব বিবরণীতে দিয়েছেন, যার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৩ মার্চ রাজধানীর রমনা মডেল থানায় মনিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা দায়ের করে দুদক। এর আগে সম্পদের হিসাব চেয়ে মনিরকে নোটিশ দেয় সংস্থাটি। মনির সেই নোটিশ পেয়ে ২০০৯ সাল পর্যন্ত তার সম্পদের হিসাব দুদকে জমা দেন। পরে হাইকোর্টে এ বিষয়ে একটি রিট মামলার কারণে দুদকের তদন্ত কার্যক্রম স্থগিত হয়ে যায়।

গত ২০ নভেম্বর রাতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে ১ কোটি ৯ লাখ টাকা, ৪ লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র ও মদের পাশাপাশি ৯ লাখ টাকা মূল্যের ১০ দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে র‌্যাব।

২০১৯ সালে তার বিরুদ্ধে রাজউকের ৭০টি নথি নিজ কার্যালয়ে আইনবহির্ভূতভাবে হেফাজতে রাখার দায়ে করা মামলাটি চলমান। এছাড়া দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করায় দুদক তার বিরুদ্ধে একটি মামলা করে। সেটাও চলমান।

ফের রিমান্ডে গোল্ডেন মনির : বৃহস্পতিবার তিন মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে আদালতে হাজির করা হয়। এ সময় ফের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১০ দিন করে ২০ দিন এবং মাদক মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান কৌঁসুলি মো. আবদুল্লাহ আবু আসামির রিমান্ডের শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষে এহেসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিন করে মোট ৯ দিনের রিমান্ডের ওই আদেশ দেন। এর আগে গত ২২ নভেম্বর গোল্ডেন মনিরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মনিরের বিরুদ্ধে চার্জশিট. ৮ বছর পর.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম