Logo
Logo
×

প্রথম পাতা

চিকিৎসকের পরামর্শ

করোনা প্রতিরোধে একসঙ্গে দুই মাস্ক ব্যবহার

Icon

অনিকা কাইয়ুম

প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা প্রতিরোধে একসঙ্গে দুই মাস্ক ব্যবহার

করোনা মোকাবিলায় দেশে পালিত হচ্ছে কঠোর লকডাউন। শুধু লকডাউন, স্বাস্থ্যসেবা ও টিকার ওপর নির্ভরশীল থাকলে চলবে না। নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখাও জরুরি।

নিজের জীবন রক্ষার্থে এ পরিস্থিতিতে একসঙ্গে দুটি মাস্ক ব্যবহার রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। দুটি মাস্ক কেন পড়ব? গবেষকদের মতে, দুটি মাস্ক একসঙ্গে ব্যবহারের ফলে কথা বলার সময় করোনার জীবাণুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। গবেষণায় আরও ওঠে এসেছে, কথা বলার সময় উভয়পক্ষ ডাবল মাস্ক ব্যবহারের ফলে ঝুঁকি ৯৬.৪ শতাংশ কম হয়।

সব ধরনের মাস্ক মুখের আকৃতির সঙ্গে সঠিকভাবে পাওয়া যায় না। মুখে মাস্ককে সঠিক আকৃতি প্রদানে দুটি মাস্ক পরিধান একটি অন্যতম উপায়। তবে মনে রাখতে হবে ডাবল মাস্ক ব্যবহার করার আগে অবশ্যই বাসায় পরীক্ষা করে দেখতে হবে কোনো রকম কষ্ট হচ্ছে কিনা।

ঠিকমতো শ্বাস-প্রশ্বাস নেওয়া যাচ্ছে কিনা। এ ক্ষেত্রে প্রথমে একটি সার্জিক্যাল মাস্ক এবং তার ওপর একটি কাপড়ের মাস্ক পরা যেতে পারে। জীবন-জীবিকার জন্য অনেককে লকডাউনের মধ্যেও প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। আমরা যদি নিজেদের জন্য, একে অপরের জন্য সচেতন থাকি এক সময় আমরাও পারব করোনাকে জয় করতে।

লেখক : মাইক্রোবায়োলজিস্ট, টিচিং অ্যাসিস্টেন্ট, মাইক্রোবায়োলজি বিভাগ, বিইউএইচএস

দুই মাস্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম