Logo
Logo
×

প্রথম পাতা

সিলেটে মির্জা ফখরুল

সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দিচ্ছে আ.লীগ ছাত্রলীগ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সাম্প্রদায়িক হামলায় নেতৃত্ব দিচ্ছে আ.লীগ ছাত্রলীগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে যেখানে সাম্প্রদায়িক হামলা ঘটেছে তার নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের লোকেরা। পত্র-পত্রিকায়ও তা উঠে আসছে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের ভাইদের ধর্ম পালন, উপাসনালয়ের নিরাপত্তা দিতে পারছে না। একইভাবে মুসলমান ভাইদেরও জীবনের নিরাপত্তা দিতে পারছে না। গণতন্ত্রের সংগ্রামসহ বিভিন্ন বিষয় থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার এই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে।

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রোববার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীমসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মির্জা ফখরুল আরও বলেন, সম্প্রতি যেসব সাম্প্রদায়িক হামলা হয়েছে, এর নেতৃত্বও দিচ্ছে আওয়ামী লীগ। রংপুরে যে ঘটনা ঘটেছে সেখানে জড়িত ছাত্রলীগ নেতা। সুতরাং এটা পরিষ্কার জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। জনগণের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিতে আওয়ামী লীগ-ছাত্রলীগ সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। রোহিঙ্গাদের বিষয়েও সেই একই ঘটনা।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে তো নির্বাচনের কোনো পরিবেশ নেই। এখানে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় আছে। আমরা তখনই নির্বাচনে অংশগ্রহণ করব, যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে।

সরকার মিথ্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায় : সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেউলিয়া হয়ে গেছে। মিথ্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ব্যাপারে বলেছে, বিএনপি করছে, বিএনপি করেছে। আমাদের নেতকর্মীদের ওপর মামলাও দিয়েছে। এখন পত্রিকায় খবর বেরিয়েছে রংপুরের পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘর পোড়ানোর ঘটনায় নেতৃত্ব দিয়েছে সৈকত নামের এক ছাত্রলীগ নেতা। পরে তারা মানুষকে বোকা বানানোর জন্য দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে। একই ঘটনা ঘটেছে চৌমুহনী ও কুমিল্লায়। এই মিথ্যাচার, এই নাটক লোকে বুঝে। আমাদের বলার দরকার নেই। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা চিৎকার করে বলছে এই ঘটনার জন্য দায়ী সরকার। ইকবালকে গ্রেফতার করে নাটক করা হচ্ছে। এসব নাটক মিথ্যাচার দেশের মানুষ জেনে গেছে।

তিনি আরও বলেন, এই সাম্প্রদায়িক পরিস্থিতি আওয়ামী লীগ সৃষ্টি করেছে। কারণ আমরা চাল-ডাল-তেলের দাম বৃদ্ধির কথা বলছি, মানুষের নিরাপত্তার কথা বলছি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছি, তারা এখান থেকে জগনণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়। আমরা বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান একই বাগানের ফুলের মতো বেড়ে উঠেছি। তারা হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এসব করছে।

সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ, সরকারদলীয় সাবেক হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের তিনবারের সংসদ-সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া স্মরণে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শহরের একটি কমিউনিটি সেন্টারে রোববার বিকালে এই শোকসভার আয়োজন করা হয়।

মীর্জা ফখরুল তার নাতিদীর্ঘ বক্তব্যে বলেন, আমরা মর্মান্তিক, করুণ যন্ত্রণার মধ্যে বসবাস করছি। আমাদের সন্তানরা ঘরের বাইরে গেলে ফেরত আসবে কিনা এ নিয়ে আমরা শঙ্কিত। বিনা আপরাধে নিরীহ মা-বোনদের তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দেশে এক চরম অরাজক অবস্থা চলছে। বিএনপির ৫শ’র ওপরে নেতাকর্মী গুম হয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া। দেশের সম্পদ লুট করে বাইরে নিয়ে সম্পদের পাহাড় গড়ছে। ’৭২ সাল থেকে ক্ষমতায় আসার পর তারাই দেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। গণতন্ত্রের কথা বলে তারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা সরকার গঠনের আগে বলেছিল ১০ টাকায় চাল, কম দামে তেল ও ডাল খাওয়াবে। ঘরে ঘরে চাকরি দেবে। এখন ২৫ লাখ টাকার নিচে কোনো চাকরি মিলে না। চাকরি পেতে হলে আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে।

তিনি বলেন, বিচারালয়কে চরমভাবে দলীয়করণ করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা আদালতে জামিন পায় না। এ দেশে সাধারণ মানুষ কোনো বিচার পায় না। রাষ্ট্রকে দলীয়করণ করা হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নেই। সরকারের লোকজন মিথ্যাচার করে। ওবায়দুল কাদের প্রতিদিন আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাচ্ছেন।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ-সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক, খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জের সাবেক এমপি নজির হোসেন, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, প্রয়াত ফজলুল হক আসপিয়ার ছেলে ব্যারিস্টার আবিদুল হক প্রমুখ।

ছাত্রলীগ আওয়ামী লীগ সাম্প্রদায়িক হামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম