দু’বছর পর ফিরে এলো সেই খুশির ঈদ
চাঁদ দেখা কমিটির বৈঠক আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুলফিতর। দুই বছর পর ঈদ ফিরছে তার স্বরূপ নিয়ে। এবার ঈদে কোলাকুলি, আড্ডা আর পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরিতে নেই কোনো বাধা।
এক এলাকা থেকে অন্য এলাকায় চলাফেরাতে নেই কোনো বিশেষ বিধিনিষেধ। গত দুই বছরের ঈদের সময় যার যার কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ ছিল। এবার তেমন কোনো নির্দেশ সরকারিভাবে জারি করা হয়নি।
নাড়ির টানে স্থান পরিবর্তন করছেন লাখ লাখ মানুষ। কেউ কেউ ছুটছেন দেশ এবং বিদেশের পর্যটনকেন্দ্রে। তবে স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে।
প্রতিবছর এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আসে খুশির ঈদ। শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদ্যাপন করে ধর্মপ্রাণ মুসলমানরা। আজ রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদুলফিতর উদ্যাপিত হবে।
আর আজ বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদ্যাপিত হবে মঙ্গলবার। ঈদ যেদিনই হোক-করোনা মহামারি থেকে প্রায় মুক্ত অবস্থায় মানুষ ঈদের আনন্দ উপভোগের জন্য ছুটছে প্রিয়জনের কাছে, যা মহামারি- পূর্ববর্তী অবস্থাকেই যেন মনে করিয়ে দিচ্ছে।
এবারের ঈদকে স্বস্তির ঈদ অভিহিত করে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান শনিবার যুগান্তরকে বলেন, গত দুই বছরের চেয়ে এবারের ঈদ নিশ্চয়ই অনেক স্বস্তির। গত দুই বছর ঈদের স্বাভাবিক আনন্দ মানুষ উপভোগ করতে পারেনি।
অনেকে নিকটজনের কাছে গিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেননি। অনেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। কেউ কেউ মহামারিতে মারা গেছেন। কী এক বিভীষিকাময় সময় আমরা পার করেছি।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে এবার অনেকটাই স্বাভাবিক অবস্থা আছে। তবে আমাদের আশপাশের দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই বিষয়গুলো খেয়াল রেখে স্বাস্থ্যবিধি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানান তিনি।
করোনাভাইরাস মহামারিতে দুই বছর সারা বিশ্বই অসুস্থ ছিল। মহামারির ঈদগুলোয় পাশের বাসায় ঈদ শুভেচ্ছা জানাতেও অনেকে সংকোচবোধ করেছেন। কয়েক মাস ধরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আছে।
এই সুযোগে দেশের প্রায় সবক্ষেত্রেই কর্মচাঞ্চল্য ফিরেছে। তাই এবার ঈদকে কেন্দ্র করে দীর্ঘ দুই বছর পর বিপুলসংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন। অনেকে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে ছুটছেন। কেউ কেউ আকাশপথে পাড়ি দিচ্ছেন বিদেশের পর্যটনকেন্দ্রগুলোয়।
চাঁদ দেখা কমিটির বৈঠক : আজ রোববার সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়ালের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুলফিতর উদ্যাপনের তারিখ নির্ধারণ করা হবে।
শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে কল করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার ডিসি বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
সতর্ক থাকার পরামর্শ : ঈদুলফিতর উপলক্ষ্যে বাজার ও কেনাকাটা এবং ঘরমুখী মানুষের যাতায়াতের সময় মাস্ক পরা নিশ্চিত করতে বলেছে করোনাসংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটি। ঈদ জামাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার পরামর্শও দিয়েছে উপদেষ্টা কমিটি।
এছাড়া করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে কেবল টিকা নেওয়া নয়, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দেশের সব বন্দরের প্রবেশপথে স্ক্রিনিং জোরদার করাসহ ছয়টি পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
