Logo
Logo
×

প্রথম পাতা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক

ব্রুনাইয়ের সুলতানকে লাল গালিচা সংবর্ধনা

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক * কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্রুনাইয়ের সুলতানকে লাল গালিচা সংবর্ধনা

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন। সুলতান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ভিভিআইপি বিমান (রয়েল ব্রুনাই এয়ারলাইন্সের ভি৮-কিউএএস) শনিবার বেলা ২টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ২১ বার তোপধ্বনিসহ সুলতানকে বরণ করা হয়। সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকশ দল তাকে গার্ড অব অনার দেয়।

বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ফুলের তোড়া দিয়ে ব্রুনাইয়ের সুলতানকে স্বাগত জানান। এ সময় মন্ত্রিসভার সিনিয়র সদস্য সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। এছাড়া তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব এবং জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুলতানের সফরসঙ্গীদের মধ্যে রাজকীয় পরিবারের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ ৪২ জন রয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রথমবার ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফরে এসেছেন। অভ্যর্থনা অনুষ্ঠানের পর সুলতান সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওঠেন। ঢাকা সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। সন্ধ্যায় হোটেলে ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ব্রুনাইয়ের সুলতান বৈঠক করেন। তার সম্মানে দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে সুলতান অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানও তিনি উপভোগ করেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন।

সফরের দ্বিতীয় দিন আজ রোববার সকাল সোয়া ১০টায় সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সুলতান শ্রদ্ধা নিবেদন করবেন। জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার পরিবারের সদস্যরা সুলতানকে অভ্যর্থনা জানাবেন। এদিন ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক করবেন। পিএমওর চামেলী হলে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এ সফর ২০২০ সালের এপ্রিলে চূড়ান্ত হলেও করোনার কারণে স্থগিত করা হয়। উভয় পক্ষের আগ্রহ ও সম্মতির পরিপ্রেক্ষিতে সফরটি এখন অনুষ্ঠিত হচ্ছে। সফরকালে অন্য অনেক খাতের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে। ব্রুনাই থেকে এলএনজি ও পেট্রোলিয়াম সামগ্রী আমদানির লক্ষ্যে সমঝোতা স্মারক সই হবে। জ্বালানির সংকটকালে এ সমঝোতা স্মারক জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় স্মৃতিসৌধে ব্রুনাই সুলতানের শ্রদ্ধা : সাভার প্রতিনিধি জানান, জাতীয় স্মৃতিসৌধের শহিদবেদিতে ফুল দিয়ে শ্র্রদ্ধা নিবেদন করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহিদদের প্রতি সম্মান জানিয়ে তিনি এক মিনিট নীরবতা পালন করেন। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি সোনালু গাছের চারা রোপণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম