Logo
Logo
×

প্রথম পাতা

বিশ্বকাপের ক্ষণগণনা: আর বাকি ১ দিন

ব্রাজিলের পক্ষে সাবেকদের বাজি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্রাজিলের পক্ষে সাবেকদের বাজি

কাতার বিশ্বকাপে অ্যালকোহলের জন্য যারা কাতর থাকবেন তাদের জন্য দুঃসংবাদ। অ্যালকোহল নিষিদ্ধ হয়েছে বিশ্বকাপে। এরআগে বলা হয়েছিল, গ্যালারিতে বিয়ার বিক্রি করা যাবে। বিশ্বকাপ শুরু হওয়ার দুদিন আগে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজক দেশ। আটটি বিশ্বকাপ স্টেডিয়ামেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। ২৯ দিনের টুর্নামেন্টে দশ লাখেরও বেশি ফুটবলভক্তের আগমন ঘটবে মধ্যপ্রাচ্যের ছোট্ট দেশ কাতারে। সিংহভাগই ইউরোপের। তাদের জন্য এ সংবাদ বজ পাতের মতো।

এদিকে বিশ্বকাপে কারা হাসবে শেষ হাসি, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, ভবিষ্যদ্বাণী। লন্ডনের ট্যাবলয়েড পত্রিকা দ্য মেট্রো কাতার বিশ্বকাপ নিয়ে স্কাই স্পোর্টসের ফুটবল বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে। তাতে ম্যানইউর সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের পক্ষে বাজি ধরেছেন। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জেমি রেডন্যাপও নেইমারদের সম্ভাব্য শিরোপাজয়ী হিসাবে দেখছেন।

স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে রোববার শুরু হবে ফিফা বিশ্বকাপ। বৈশ্বিক ফুটবলের এই আসর প্রথম বসছে শীতকালে। মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরম এড়ানোর জন্য এই সিদ্ধান্ত। তা সত্ত্বেও নভেম্বর-ডিসেম্বরে কাতারের আবহাওয়া অংশগ্রহণকারী অনেক দলের খেলোয়াড়দের জন্য হবে অসহনীয়।

ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ডটকমের মতে, নভেম্বরে রাজধানী দোহারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিু ২০ ডিগ্রি সেলসিয়াস। আল খোরে আগামীকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) শুরু কাতার-ইকুয়েডর ম্যাচের সময় তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

ফুটবল বিশ্বকাপের ট্রফি আগামী ১৮ ডিসেম্বর উঠবে বিজয়ী দলের হাতে। কারা চ্যাম্পিয়ন হবে, এ নিয়ে এখনই কথা চালাচালি শুরু হয়ে গেছে। ৩২ দেশের হাড্ডাহাড্ডি লড়াই শেষে পাওয়া যাবে বিশ্বজয়ী দলকে। ২০ মিলিয়ন ডলার মূল্যের সোনালি ট্রফি কোন দল নিয়ে যাবে, সেজন্য অপেক্ষা করতে হবে।

কাতার বিশ্বকাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম