Logo
Logo
×

প্রথম পাতা

সাবেক দুই ফুটবলারের অভিমত

‘আর্জেন্টিনাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

‘আর্জেন্টিনাই হবে বিশ্ব চ্যাম্পিয়ন’

বিশ্বকাপ এখন দাঁড়িয়ে ফাইনালে। শিরোপার লড়াই। শেষ দুটি দল আর্জেন্টিনা ও ফ্রান্স। বাংলাদেশের সাবেক দুই তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও শেখ মোহাম্মদ আসলামের বাজি আর্জেন্টিনার পক্ষে। চুন্নুর কথা, ‘আমার মনে হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব।’ আসলাম বলেন, ‘বিশ্বকাপটা আর্জেন্টিনাই নিয়ে যেতে পারে।’

আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু
কাতার বিশ্বকাপ ফুটবলে শিরোপার দাবিদার দুই ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স। দুদলেরই ট্রফি জেতার সম্ভাবনা রয়েছে। কারণ ভালো খেলেই ফাইনালে এসেছে তারা। আমার বিশ্বাস শেষ মহারণে যারা আগে গোল করবে, তারাই এগিয়ে থাকবে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে।

তারপরও আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে চাই ফাইনালে। কারণ ওরা এই বিশ্বকাপ খেলতে আসার আগে ৩৬টি ম্যাচে অপরাজিত ছিল। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায়।

এটাই তাদের জন্য আশীর্বাদ ছিল। ওই ধাক্কাটাই তাদেরকে সব ম্যাচ ফাইনাল হিসাবে খেলতে বাধ্য করেছে। এই ধারা অব্যাহত রাখতে পারলে আর্জেন্টিনাই হবে এবারের বিশ্ব চ্যাম্পিয়ন। অন্যদিকে ফ্রান্স এমন একটি দল যারা প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলে এসেছে।

শুরু থেকে সেমিফাইনাল পর্যন্ত দলের অন্যতম সেরা বেনজেমা এবং কান্তে ছিল না। সেটা তারা বুঝতেই দেয়নি। ফ্রান্স জানে কীভাবে জিততে হয়। সেমিফাইনালে মরক্কোকে যেভাবে তারা থামিয়ে দিয়েছে, সেটি কোনো দুর্দান্ত দলের পক্ষেই সম্ভব।

ফাইনাল ম্যাচে বল নিজেদের দখলে রাখার চেষ্টা করবে দুদলই। ফ্রান্স যেভাবে খেলে এসেছে, সুযোগ পেলেই গোল করতে পারে। সেদিকেও নজর রাখতে হবে আর্জেন্টিনাকে। আমার মনে হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব। 

শেখ মোহাম্মদ আসলাম
কাতার বিশ্বকাপ গতিময় বিশ্বকাপ। প্রতিটি দল ছিল গতিসম্পন্ন। মরক্কো যা দেখাল তাতে অবাক হয়েছি আমরা। বিশ্বকাপ এখন দাঁড়িয়ে ফাইনালে। শিরোপার লড়াই। শেষ দুটি দল আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলেই একাধিক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই আমার মনে হয়, ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ৯০ মিনিটে দুদলই ড্রয়ের দিকে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে ম্যাচে গতির দিক দিয়ে আমি এগিয়ে রাখব ফ্রান্সের এমবাপ্পে, জিরু, গ্রিজমানদের। তাদের কম্বিনেশন দুর্দান্ত। হঠাৎ করেই তারা অ্যাটাক করে একসঙ্গে। যা প্রতিপক্ষের জন্য ভীতির কারণ হযে দাঁড়ায়।

সেমিফাইনালে মরক্কোর বিপক্ষেও আমরা তাই দেখেছি। কী গতি তাদের। অন্যদিকে আর্জেন্টিনার গোলকিপার ও রক্ষণ আঁটোসাঁটো। যদিও ফ্রান্সের গতির কাছে তা কিছুটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

তবে এই বিশ্বকাপে লিওনেল মেসি নামের একজন খেলোয়াড় রয়েছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। তার পায়ের কারুকাজ দুর্দান্ত, শৈল্পিক, নৈপুণ্যনির্ভর। মেসিকে যদি বস্তাবন্দি না করতে পারে ফ্রান্স, তাহলে সমস্যা হবে।

বিশ্বকাপটা আর্জেন্টিনাই নিয়ে যেতে পারে। তাই মেসিকে আটকাতে ব্যস্ত থাকবে ফ্রান্সের রক্ষণ। অন্যদিকে এমবাপ্পেদের আটকানোর চেষ্টা করবে আর্জেন্টিনার রক্ষণভাগ। তাই আমার কাছে ফাইনালটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে হয়।
 

আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম