Logo
Logo
×

প্রথম পাতা

বিশ্বকাপের বিস্ময় মরক্কো

যে কোনো অর্জন খুলে দেয় স্বপ্নের দুয়ার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যে কোনো অর্জন খুলে দেয় স্বপ্নের দুয়ার

যেকোনো অর্জন খুলে দেয় নতুন স্বপ্নের দুয়ার। মরক্কোর জন্য বিষয়টি এখন এমনই। কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পথচলায় প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসাবে সেমিফাইনালে খেলা, চতুর্থ হয়ে আসর শেষ করার পর দলটির কোচ ওয়ালিদ রেগরাগুই দেখছেন আরও বড় স্বপ্ন। এবারের অর্জন ছাপিয়ে একদিন বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করে ফেলেছে মরক্কো। রেগরাগুইয়ের বিশ্বাস, আগামী ১৫-২০ বছরের মধ্যে বিশ্বকাপ জিতবে আফ্রিকার কোনো দেশ।

এবার সেমিফাইনালে ওঠার পথে বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো ইউরোপের তিন পরাশক্তিকে বিদায় করে তোলপাড় ফেলে দিয়েছিল মরক্কো। শেষ চারে অবশ্য ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। এরপর শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে চতুর্থ হয়ে বিদায় নেয় আটলাসের সিংহরা। বিশ্বকাপের শেষটা টানা দুই হারে হলেও আসরজুড়ে নিজেদের ইতিহাস রাঙানো পারফরম্যান্সে গর্বিত রেগরাগুই, ‘আমরা আমাদের ভক্তদের আরও আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা এতেই খুশি। কারণ, বিশ্বের সেরা চারটি দলের মধ্যে আছি আমরা। আমাদের লক্ষ্য একদিন বিশ্বকাপ জেতা। মরক্কো দেখিয়েছে, আমরা যেকোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারি। আমরা সম্মান পাওয়ার যোগ্য। ফ্রান্স ও ক্রোয়েশিয়া আমাদের চেয়ে সামান্য শক্তিশালী ছিল।’

মরক্কোর এমন সাফল্য আফ্রিকার অন্য দলগুলোরও বিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করেন রেগরাগুই, ‘আমরা আমাদের সামর্থ্য দেখিয়েছি। দেখিয়েছি যে আফ্রিকান ফুটবল সর্বোচ্চ স্তরে খেলার ও বিশ্বের শীর্ষ দলগুলোর মুখোমুখি হতে প্রস্তুত। আমি নিশ্চিত, ১৫-২০ বছরের মধ্যে একটি আফ্রিকান দল বিশ্বকাপ জিতবে। কারণ, আমাদের ডিএনএ পুরো মহাদেশেই ছড়িয়ে যাবে। এখন মরক্কোর প্রথম লক্ষ্য হওয়া উচিত আফ্রিকান নেশন্স কাপ জেতা।’

মরক্কো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম