Logo
Logo
×

প্রথম পাতা

ইবিতে ছাত্রী নির্যাতন

তদন্ত কমিটিতে তিন শিক্ষকের সাক্ষ্য

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তদন্ত কমিটিতে তিন শিক্ষকের সাক্ষ্য

হাইকোর্টের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে মঙ্গলবার ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষক সাক্ষাৎকার দিয়েছেন। দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্ট ও দুই সহকারী প্রক্টর সাক্ষাৎকার দেন।

এর আগে সোমবার সকালে কমিটির সদস্যরা কার্যক্রম শুরু করেন। ওই দিন কমিটির সদস্যরা ভুক্তভোগীর সাক্ষাৎকারও নেন। এ ঘটনায় অন্য দুই কমিটিও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

ইবির আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো তদন্ত কার্যক্রম পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটির (হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি) সদস্যরা। হল প্রভোস্ট কার্যালয়ে তারা প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম, সহকারী প্রক্টর প্রফেসর ড. মুর্শিদ আলম ও সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেনের সাক্ষাৎকার নেন। সাড়ে ৯ ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে তদন্ত কমিটির সদস্যরা হল ত্যাগ করেন।

১২ ফেব্রুয়ারি ভুক্তভোগী ও অভিযুক্তদের মধ্যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে প্রভোস্ট কার্যালয়ে ওই তিন শিক্ষক প্রাথমিক মীমাংসা করেছিলেন। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নিয়ে তারা তাকে গণরুমে থাকার ব্যবস্থা করেন। অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজীদা চৌধুরী অন্তরাকে এ দায়িত্ব দেওয়া হয়। এরপর ওই রাতেই নির্যাতনের ঘটনা ঘটে।

সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম বলেন, প্রভোস্ট হিসাবে আমি বক্তব্য দিয়েছি। সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ১২ ফেব্রুয়ারি মীমাংসার সময় আমরা যারা উপস্থিত ছিলাম তাদের থেকে সেদিনের ঘটনা জানতে চাওয়া হয়। আমরা সব বলেছি।

এছাড়া একই দিন তদন্ত কার্যক্রম চালিয়েছে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন গঠিত তদন্ত কমিটি। তদন্ত কার্যক্রম শেষে কমিটির সদস্য প্রফেসর ড. দেবাশীষ শর্মা সাংবাদিকদের বলেন, আমরা ৫-৬ জন আবাসিক শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছি। সবার কথাবার্তা শুনে যাচাই-বাছাই করতে সময় লাগছে। সাংবাদিকদের তিনি বলেন, এ মুহূর্তে আমরা এর বেশিকিছু জানাতে পারছি না। আমাদের ওপর আস্থা রাখুন, আশা করছি সত্য ঘটনা তদন্তে উঠে আসবে।

তদন্তের কাজে কোনো মহলের চাপ আছে কি না জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রেবা মণ্ডল বলেন, আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করছি। যাদের আমরা সংশ্লিষ্ট মনে করেছি তাদের সঙ্গে কথা বলেছি। কাজ করে যাচ্ছি। যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেব।

ইবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম