Logo
Logo
×

প্রথম পাতা

ভোট নিয়ে অত্যন্ত সন্তুষ্ট নির্বাচন কমিশন: ইসি আলমগীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভোট নিয়ে অত্যন্ত সন্তুষ্ট নির্বাচন কমিশন: ইসি আলমগীর

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সন্তুষ্ট বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্র্ণ হয়েছে।

ভোট নিয়ে সবাই গণমাধ্যমে সন্তোষ প্রকাশ করেছে। প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তিনি এসব কথা বলেন। নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়া নির্বাচন কমিশনের কর্মকর্তারাও বলেন-ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

সিসি টিভি ক্যামেরার মাধ্যমে গাজীপুর সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। ঢাকার নির্বাচন ভবনে স্থাপিত বড় মনিটরিংয়ে ভোটগ্রহণ কার্যক্রম সরাসরি দেখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা। এরপর সাংবাদিকদের ব্রিফ করেন ইসি আলমগীর।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তা এবং গণমাধ্যম ও নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষকদের থেকে খবর পেয়েছি-গাজীপুর সিটি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্র্ণ হয়েছে। অবাধ ও সুন্দর হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র প্রার্থীরা বলেছেন-নির্বাচন ব্যবস্থাপনায় তারা অত্যন্ত সন্তুষ্ট। সবাই বলেছেন নির্বাচন নিরপেক্ষভাবে হয়েছে। যে ফলাফলই আসুক তারা মেনে নেবেন।

ইভিএম ধীরগতির কারণে সন্ধ্যায় অনেক কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচনের শেষ সময়ে বেষ্টনীর মধ্যে কোনো ভোটার উপস্থিত থাকলে তাদের ভোট না নেওয়া পর্যন্ত ভোটগ্রহণ অব্যাহত রাখতে হবে-ব্যালট ও ইভিএম উভয় ক্ষেত্রে একই নিয়ম। ইভিএমে হয়তো কারও কারও একটু বুঝতে সমস্যা হয়- এজন্য দেরি হতে পারে। তবে ভোটগ্রহণ ধীরগতির জন্য এটিই একমাত্র কারণ নয়।

মার্কিন ভিসা নীতির বিষয়ে জানতে চাইলে আলমগীর বলেন, মার্কিন ভিসা নীতির বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে সম্পর্কিত নয়। কাজেই এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমরা আমাদের নিয়মে দায়িত্ব পালন করছি। সামনেও করব। বিষয়টি দুই রাষ্ট্র বুঝবে। এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় নয়।

ইসির পর্যবেক্ষক : ৪৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে কোনো অঘটনের খবর পায়নি নির্বাচন কমিশনের (ইসি) গঠিত পর্যবেক্ষণ টিম। বৃহস্পতিবার দুপুরে ধীরাশ্রম এলাকার জিকে আদর্শ উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক টিম।

টিমের সভাপতি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। সুন্দরভাবে ভোট হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতি কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সিটি করপোরেশন এলাকা। এরপরও অনেক গার্মেন্টস কর্মী আছেন, যারা এ মেশিন সম্পর্কে জানে না। এর ফলে একটু দেরি হচ্ছে।

ভোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম