|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি জয় পেয়েছেন। জায়েদা খাতুন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। বাবার পরে ছেলে মেয়র হয়েছেন এমন থাকলেও ছেলের পরে মা সিটি করপোরেশনের মেয়র হয়েছেন, এমন নজির এই প্রথম। এছাড়া নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভীর পরে জায়েদা খাতুনই নারী হিসাবে দেশের কোনো সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন।
বর্তমানে বাংলাদেশে সিটি করপোরেশন রয়েছে ১২টি। সেগুলো হলো-রংপুর, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকায় বাবা মোহাম্মদ হানিফের পরে মেয়র নির্বাচিত হয়েছিলেন সাঈদ খোকন। আর নারায়ণগঞ্জে বাবা আলী আহমদ চুনকা পৌর মেয়র থাকার পরে সিটি করপোরেশন করার পর মেয়র হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এছাড়া সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মেয়র পদে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি। অন্যদিকে কুমিল্লায় বাবা আফজল খান ও মেয়ে সীমা খান মেয়র পদে নির্বাচন করেছেন। তারা কেউ বিজয়ী হতে পারেননি। কিন্তু ছেলের পরে মা কিংবা মা ও ছেলে একই সিটির মেয়র হিসাবে দায়িত্ব পালনের নতুন নজির সৃষ্টি হতে যাচ্ছে গাজীপুরে।
এদিকে গাজীপুর নির্বাচনে শুরু থেকেই আলোচনায় ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার পরে দলীয় মনোনয়ন ফরম
কিনেছিলেন তিনি। মনোনয়নবঞ্চিত হয়ে বিদ্রোহী হিসাবে মাঠে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক। সঙ্গে রেখেছিলেন মাকে। ঋণখেলাপির অভিযোগে নিজের মনোনয়ন ফরম বাতিল হয়। তার দল আওয়ামী লীগও তাকে আজীবনের জন্য বহিষ্কার করে। কিন্তু এতকিছুর পরেও পিছিয়ে যাননি তিনি। মাকে নিয়েই নতুন যাত্রা শুরু করেন। ‘প্রতিকূল’ পরিস্থিতি ডিঙিয়ে শেষ পর্যন্ত পাড়ি জমান বিজয়ের বন্দরে। সৃষ্টি করেন ইতিহাস।
এই ইতিহাসের পথ ধরে এবার নতুন যাত্রা শুরু করবেন মা-ছেলে। মাকে চেয়ারে বসিয়ে পাশে থেকে গাজীপুরবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতিও ইতোমধ্যে দিয়েছেন সাবেক এই মেয়র। জাহাঙ্গীর আলম বলেন, এখন আমি মেয়র নই, কিন্তু আমার মা মেয়র নির্বাচিত হয়েছেন। সেই হিসাবে এই শহরের যত কাজ আছে তা আমি মায়ের সঙ্গে থেকে এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে করব। আজমত উল্লা খান আমার বড় ভাই। তার পরামর্শ এবং এখানে বড় যারা রাজনৈতিক নেতারা আছেন সবার সঙ্গে আলোচনা করে, পরামর্শ নিয়ে আধুনিক শহর গড়ে তোলার চেষ্টা করব।
অন্যদিকে গৃহিণী মা থেকে দেশের বড় সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে সাবেক মেয়র ছেলের অসমাপ্ত কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জায়েদা খাতুনও। একই সঙ্গে ছেলে জাহাঙ্গীর আলম যে নির্বাচনের মতোই নতুন এ যাত্রায় সবচেয়ে শক্তি ও ভরসার জায়গায় থাকবেন তা জানান তিনি।
