Logo
Logo
×

প্রথম পাতা

জাবিতে রাতে জঙ্গলে ডেকে নিয়ে র‌্যাগিং

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীকে রোববার গভীর রাতে জঙ্গলে ডেকে নিয়ে র‌্যাগিং করা হয়েছে। একই বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থীরা তাদের র‌্যাগিং করে। এ সময় সেখানে অভিযান চালিয়ে দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। অন্যরা পালিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ডসংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এক শিক্ষার্থী যুগান্তরকে বলেন, রাত ৮টায় বড় ভাইয়েরা সিডনি ফিল্ডসংলগ্ন জঙ্গলে যেতে বলেন। আমরা ১২ শিক্ষার্থী সেখানে যাই। কিন্তু তারা আসেন রাত ১১টায়। এরপর প্রায় দেড় ঘণ্টার মতো আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। আচার-ব্যবহার শেখানোর নামে সিনিয়ররা আমাদের গালিগালাজ করেন। তাদের সালাম না দেওয়ায় শাসান এবং আমাদের একজনের গায়ে জুতা ছুড়ে মারেন।

জঙ্গলে কেন গেলেন জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদের ভয়ভীতি দেখায়। তাদের নির্দেশমতো সেখানে না গেলে পরে সমস্যায় পড়তে হবে এই ভয়ে আমরা যাই।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা আরও জানান, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ‘মুরগির ভঙ্গিতে’ ও চেয়ারে বসার ভঙ্গিতে বসিয়ে রেখে নির্যাতন করে। খবর পেয়ে রাত ১টার দিকে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য ও সাংবাদিকরা। তাদের উপস্থিতি টের পেয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় আব্দুল্লাহ আল কাফি নামে এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরে প্রক্টরিয়াল টিম। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত অন্য শিক্ষার্থীদের কথা জানান তিনি। ঘটনার পরই অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ১২ শিক্ষার্থী।

এ বিষয়ে অভিযুক্ত এবিএম আব্দুল্লাহ আল কাফি বলেন, ‘আমরা ১৪-১৫ জন ছিলাম-নূর ইসলাম, তানভীর ইসলাম, মো. আবদুস ছবুর, প্রিন্স কুমার রায়, আহমেদ ইজাজুল হাসান আরিফ, চিরঞ্জীত মন্ডল, মো. রাসেল হোসাইন, সিজান, খন্দকার মোয়াজ ইসলাম, মিঠুন রায়, মীম, নাঈম, সবুর ও তানিম। জুনিয়রদের ডাকা হইছিল।

এ সময় ওদের র‌্যাগ দেওয়া হয়। তবে আমি দেই নাই। আমি কীভাবে যেন ওদের সঙ্গে এসে পড়েছি। আমি ভুল স্বীকার করছি। আর এমনটা হবে না।’ জুনিয়রদের লক্ষ্য করে জুতা নিক্ষেপের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘জুতা ছুড়ে মারছিল। তবে কে মেরেছে আমি ঠিক জানি না।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এসএমএ মওদুদ আহমেদ বলেন, রাতে জানতে পারি যে, বিশ্ববিদ্যালয়ের সিডনি ফিল্ডসংলগ্ন জঙ্গলে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং করা হচ্ছে। প্রক্টর স্যারের নির্দেশে আমরা দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যাই। আব্দুল্লাহ আল কাফিকে ধরতে পারি। তিনি বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করছি। নবীন শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলেছি। তাদের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম