Logo
Logo
×

প্রথম পাতা

বাজেটে সংবাদপত্র শিল্পবিষয়ক নোয়াবের প্রস্তাব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাজেটে সংবাদপত্র শিল্পবিষয়ক নোয়াবের প্রস্তাব

সংবাদপত্র শিল্পের সংকটাপন্ন অবস্থায় এ শিল্পকে বাঁচানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বেশকিছু প্রস্তাবনা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এনবিআরের সঙ্গে নোয়াবের এক আলোচনা সভায় এসব বিষয় তুলে ধরা হয়। সেখানে এনবিআর চেয়ারম্যান নোয়াবের অনুরোধগুলো বিবেচনা করে দেখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার নোয়াব সভাপতি এ কে আজাদের পাঠানো বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

নোয়াব মনে করে, বিশ্বায়ন ও ডিজিটাল মিডিয়ার যুগে ছাপা সংবাদপত্র এমনিতেই রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। করোনা পরিস্থিতিতে পত্রিকাগুলোর বিজ্ঞাপন ও সার্কুলেশন ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় বিজ্ঞাপন আয় দিয়ে উৎপাদন ব্যয়ের ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। দেড় বছর আগেও যেখানে প্রতি টন বিদেশি নিউজপ্রিন্টের দাম ছিল ৫৭০ ডলার এবং বিনিময় হার ছিল ৮৫ টাকা, এখন দাম ৭০০ ডলারের ওপর এবং বিনিময় হার ১০৯ টাকা। তাছাড়া বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এটাকে আরও ভয়ংকর সংকটের মুখে ফেলেছে।

নোয়াবের প্রস্তাবনার মধ্যে রয়েছে-সংবাদপত্রের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্টের ওপর বর্তমানে ৫% আমদানি শুল্ক দিতে হলেও এর সঙ্গে অতিরিক্ত হিসাবে মূল্য সংযোজন কর ১৫%, এআইটি ৫%, এটি ৫% এবং ইন্স্যুরেন্স, ব্যাংক ও পরিবহণ ব্যয়সহ ল্যান্ডেড কস্ট প্রায় ৩০%-এর ওপরে চলে যায়। বর্তমানে যখন এই শিল্পের সংকটময় পরিস্থিতি চলছে তখন এই শুল্কের প্রত্যাহার সংবাদপত্র শিল্পের জন্য খুবই জরুরি বলে মনে করে নোয়াব।

সংবাদপত্র সেবা শিল্প হওয়া সত্ত্বেও একে প্রাইভেট লিমিটেড কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি ও নন-রেসিডেন্সিয়াল ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং করপোরেট ট্যাক্স ৩০% নির্ধারণ করা হয়েছে। নোয়াবের পক্ষ থেকে সংবাদপত্রের করপোরেট ট্যাক্স ১০%-১৫% করার দাবি করা হয়েছে।

সংবাদপত্রের বিজ্ঞাপন আয়ের ওপর টিডিএস ৪% ও ৫% এআইটিসহ মোট ৯% ধরা হয়; অথচ অধিকাংশ সংবাদপত্র প্রতিষ্ঠানের মোট আয়ের ৯% লভ্যাংশই থাকে না। তাই সংবাদপত্রের বিজ্ঞাপন আয়ের ওপর টিডিএস ৪% থেকে হ্রাস করে ২% করা এবং উৎসস্থলে কাঁচামালের ওপর ৫% এর স্থলে এআইটি ০% করার দাবি জানায় নোয়াব।

নোয়াব জানায়, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে সংবাদ শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনার অংশবিশেষ এই শিল্পের জন্য বরাদ্দ দেওয়া আবশ্যকীয় হয়ে পড়েছে। সংগত কারণে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে সংবাদপত্র শিল্পকে সরকার ঘোষিত প্রণোদনার আওতায় আনাসহ উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করার জন্য বিশেষ অনুরোধ নোয়াবের।

প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম