সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২০ দেশের গোয়েন্দা প্রধানরা
সিঙ্গাপুরে বিশ্বের ২০টির বেশি দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন। বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, আনুষ্ঠানিক ও খোলামেলা কূটনীতি যখন কঠিন তখন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তেজনার সময় এ ধরনের বৈঠক খুবই অর্থবহ। বৈঠকটি সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি নিজেদের পরিচয় গোপন করে রয়টার্সকে এ তথ্য জানান।
সূত্রগুলো জানায়, শুক্রবার শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক প্রতিরক্ষা সম্মেলনের বাইরে বৈঠকটি হয়। এতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ দেশগুলোর গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের আয়োজক সিঙ্গাপুর সরকার। বেশ কয়েক বছর ধরে প্রতিরক্ষা সম্মেলনের পাশাপাশি পৃথক স্থানে সতর্কতার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়ে আসছে। এমন বৈঠকের কথা আগে কখনো জানানো হয়নি। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। বৈঠকে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েল উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক সম্মেলনের সময় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অংশগ্রহণকারীরা তাদের প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাতের সুযোগটি নিয়ে থাকেন। তিনি আরও বলেন, সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের বৈঠকে কিছু সহায়তা দিয়ে থাকে। অংশগ্রহণকারীরা এ ধরনের বৈঠককে উপকারী মনে করছেন। সিঙ্গাপুরে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের কাছে এ বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে চীনা ও ভারত সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এ বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
একাধিক সূত্র জানায়, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার বড় ধরনের বৈঠক বিরল। আর এ ধরনের কোনো বৈঠক হলেও তার খবর প্রায় প্রচার করা হয় না।
সিঙ্গাপুরে গোপন বৈঠকে ২০ দেশের গোয়েন্দা প্রধানরা
যুগান্তর ডেস্ক
০৫ জুন ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিঙ্গাপুরে বিশ্বের ২০টির বেশি দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছেন। বৈঠকের আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, আনুষ্ঠানিক ও খোলামেলা কূটনীতি যখন কঠিন তখন বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তেজনার সময় এ ধরনের বৈঠক খুবই অর্থবহ। বৈঠকটি সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি নিজেদের পরিচয় গোপন করে রয়টার্সকে এ তথ্য জানান।
সূত্রগুলো জানায়, শুক্রবার শুরু হওয়া তিন দিনের ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক প্রতিরক্ষা সম্মেলনের বাইরে বৈঠকটি হয়। এতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ দেশগুলোর গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকের আয়োজক সিঙ্গাপুর সরকার। বেশ কয়েক বছর ধরে প্রতিরক্ষা সম্মেলনের পাশাপাশি পৃথক স্থানে সতর্কতার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়ে আসছে। এমন বৈঠকের কথা আগে কখনো জানানো হয়নি। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস। বৈঠকে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান সামন্ত গোয়েল উপস্থিত ছিলেন।
সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ‘সাংগ্রি-লা-ডায়ালগ’ শীর্ষক সম্মেলনের সময় বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অংশগ্রহণকারীরা তাদের প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাতের সুযোগটি নিয়ে থাকেন। তিনি আরও বলেন, সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ধরনের বৈঠকে কিছু সহায়তা দিয়ে থাকে। অংশগ্রহণকারীরা এ ধরনের বৈঠককে উপকারী মনে করছেন। সিঙ্গাপুরে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের কাছে এ বৈঠকের বিষয়ে কোনো তথ্য নেই। এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে চীনা ও ভারত সরকার তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এ বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
একাধিক সূত্র জানায়, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার বড় ধরনের বৈঠক বিরল। আর এ ধরনের কোনো বৈঠক হলেও তার খবর প্রায় প্রচার করা হয় না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023