Logo
Logo
×

প্রথম পাতা

তৌফিক-ই-ইলাহীর সঙ্গে পিটার হাসের বৈঠক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তৌফিক-ই-ইলাহীর সঙ্গে পিটার হাসের বৈঠক

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়। ঘণ্টাব্যাপী এই বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে তৌফিক-ই-ইলাহির ব্যক্তিগত মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বৈঠকের বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠকের তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার একান্ত সচিব মুকতাদির আজিজ বলেন, সকালে স্যারের কার্যালয়ে এসেছিলেন পিটার হাস। সে সময় তার সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা ছিলেন। তারা বৈঠক করেছেন। কী আলোচনা করেছেন তা জানি না।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছিলেন পিটার হাস। বৈঠকটি হয় সালমান এফ রহমানের সরকারি কার্যালয়ে। একই দিন দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৌফিক-ই-ইলাহী চৌধুরী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম