Logo
Logo
×

প্রথম পাতা

চার্জার ফ্যান বিস্ফোরণ

ফতুল্লায় একই পরিবারের ৫ জন দগ্ধ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফতুল্লায় একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-রিকশাচালক সালাম মণ্ডল (৫৫), তার স্ত্রী পোশাককর্মী বুলবুলি বেগম (৪০), মেয়ে সোনিয়া আক্তার (২৭), ছেলে টুটুল (২৫) ও নাতনি মেহেজাবিন (৭)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা ওই বাড়ির মালিক সোহাগ যুগান্তরকে জানান, বিস্ফোরণে ওই ঘরে আগুন লেগে যায়। আমরা গিয়ে তাদের উদ্ধার করি। শুক্রবার বন্ধের দিন বলে এ সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। পরিবারটির গ্রামের বাড়ি নাটোরে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, পাঁচজনের মধ্যে সালাম মণ্ডলের ৭০ শতাংশ, বুলবুলি বেগমের ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ মুখমণ্ডল দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনাস্থল থেকে ফিরে ফতুল্লা মডেল থানার এসআই কাজী মাসুদ রানা সাংবাদিকদের বলেন, একতলা একটি বাড়ির একটি রুমে ভাড়া থাকতেন রিকশাচালক সালাম মণ্ডল ও তার পরিবার। দগ্ধরা সবাই রুমে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে হঠাৎ ঘরের প্লাস্টিক ফ্যান বিস্ফোরিত হয়। এ সময় ফ্যানে আগুন লেগে যায় ও সারা ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। তখন ঘরে থাকা সবাই দগ্ধ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম