Logo
Logo
×

প্রথম পাতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

ময়মনসিংহের ২৪ আসনে মনোনয়নপ্রত্যাশী ২৭০

Icon

আতাউল করিম খোকন ও অমিত রায় ময়মনসিংহ

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ২৪ আসনে মনোনয়নপ্রত্যাশী ২৭০

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪টি আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল থেকে অন্তত ২৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগের নেতাদের সংখ্যা সবচেয়ে বেশি।

এ সংখ্যা অন্তত ১৪৩ জন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ময়মনসিংহে ৮৭, জামালপুরে ২৬, নেত্রকোনায় ১৯ জন এবং শেরপুরে ১১ জন। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সবচেয়ে বেশি ময়মনসিংহ-৩ আসনে (গৌরীপুর) ১৫ জন। চার জেলায় বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৭০ জন।

এর মধ্যে ময়মনসিংহে ৪৪, জামালপুরে ১২, নেত্রকোনায় আট ও শেরপুরে ছয়জন। চার জেলায় জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ৪২ জন। এর মধ্যে ময়মনসিংহে ২৬, জামালপুরে ছয়, শেরপুরে ছয় ও নেত্রকোনায় চারজন। অন্য সব রাজনৈতিক দল থেকে ১৫ জন মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন। বিভাগের ২৪টি আসনে বিভিন্ন দলের মনোনয়নপ্রত্যাশীদের নামের তালিকা নিচে তুলে ধরা হলো-

ময়মনসিংহ জেলার ১১টি আসনের সম্ভাব্য প্রার্থী : ময়মনসিংহ-১ আসনে (হালুয়াঘাট-ধোবাউড়া) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের জুয়েল আরেং (বর্তমান এমপি), ফারুক আহমেদ খান (সাবেক উপজেলা চেয়ারম্যান), মাহমুদুল হক সায়েম (উপজেলা চেয়ারম্যান), নিঃশেষ দ্রং (ধোবাউড়া উপজেলা), অধ্যক্ষ হেলাল উদ্দিন (ধোবাউড়া মহিলা কলেজ); বিএনপির সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আফজাল এইচ খান (সাবেক এমপি), সালমান ওমর রুবেল; জাতীয় পার্টির জাহিদুল ইসলাম পাপ্পু।

ময়মনসিংহ-২ আসনে (ফুলপুর-তারাকান্দা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন- আওয়ামী লীগের শরীফ আহমেদ (বর্তমান এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী), হায়াতোর রহমান খান বেলাল (সাবেক এমপি), আতাউল করিম রাসেল (উপজেলা চেয়ারম্যান), ব্যারিস্টার আবুল কালাম আজাদ (বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ), আবদুল খালেক (এনজিও গ্রামাউস নির্বাহী পরিচালক), গোলাম ফেরদৌস জিলু; বিএনপির শাহ্ শহীদ সারোয়ার (সাবেক এমপি), মোতাহার হোসেন তালুকদার (সাবেক তারাকান্দা উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ (সাবেক এমপি), অ্যাডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান (ফুলপুর), আমিনুল হক (ফুলপুরের সাবেক পৌর মেয়র); জাতীয় পার্টির এনায়েত হোসেন মন্ডল (ফুলপুর), অ্যাডভোকেট সাইদুল ইসলাম, মাসুদ তালুকদার (তারাকান্দা); ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মওলা ভূঁইয়া।

ময়মনসিংহ-৩ আসনে (গৌরীপুর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ (বর্তমান এমপি), বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, ডা. মতিউর রহমান, নাজনীন আলম, শরীফ হাসান অনু, মোর্শেদুজ্জামান সেলিম, অ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, সোমনাথ সাহা, গোলাম মোস্তফা (ভিপি বাবুল), একেএম আবদুর রফিক (বাকৃবির সাবেক ভিপি), রাবেয়া ইসলাম ডলি, সৈয়দ রফিকুল ইসলাম (গৌরীপুর পৌর মেয়র), অ্যাডভোকেট মোজাম্মেল হক,

শওকত উজ্জামান শাহীন; বিএনপির ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, অ্যাডভোকেট নুরুল হক, আহাম্মদ তায়েবুর রহমান হিরণ (সাবেক উপজেলা চেয়ারম্যান), ডা. আবদুস সেলিম (ড্যাব), অ্যাডভোকেট আবদুস সোবহান সুলতান, হাফেজ আজিজুল হক; জাতীয় পার্টির শামসুজ্জামান জামাল, মোশাররফ হোসেন (সাংবাদিক) ও ডা. মোস্তাফিজুর রহমান আকাশ; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হারুন আল বারী; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের (মোজাফ্ফর) বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন মাস্টার; ইসলামী ঐক্যজোটের মাওলানা আবু তাহের খান।

ময়মনসিংহ-৪ আসনে (সদর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের মোহিত উর রহমান শান্ত, এহতেশামুল আলম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আমিনুল হক শামীম, অধ্যাপক ডা. এমএ আজিজ (স্বাচিপ), আফজালুর রহমান বাবু, আহসান মো. আজাদ; বিএনপির অধ্যাপক শফিকুল ইসলাম, আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, (বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা), দেলোয়ার হোসেন খান দুলু (সাবেক এমপি); জাতীয় পার্টির বেগম রওশন এরশাদ (বর্তমান এমপি), জাহাঙ্গীর আহমেদ, মুসা সরকার।

ময়মনসিংহ-৫ আসনে (মুক্তাগাছা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের কেএম খালিদ (সংস্কৃতি প্রতিমন্ত্রী), বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দ, (উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ (সাবেক উপজেলা চেয়ারম্যান), কৃষিবিদ নজরুল ইসলাম, সেলিমা সোবহান খসরু (সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্ত্রী), মোহাম্মদ তারেক (সাবেক এমপি শামসুল হকের ছেলে), রেজাউল করিম রেজা; বিএনপির জাকির হোসেন বাবলু, এসএম জাকারিয়া হারুন (বিএনপির বহিষ্কৃত); জাতীয় পার্টির সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (সাবেক এমপি)।

ময়মনসিংহ-৬ আসনে (ফুলবাড়িয়া) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের অ্যাডভোকেট মোসলেম উদ্দিন (বর্তমান এমপি), অ্যাডভোকেট আবদুর রাজ্জাক (সাবেক উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, হারুন অর রশিদ, আবদুল মালেক সরকার (উপজেলা চেয়ারম্যান), আবদুল মান্নান (ভিসি), আবদুল কুদ্দুস,

একেএম আমিনুল ইসলাম খাইরুল, সেলিমা বেগম সালমা; বিএনপির আখতারুল আলম ফারুক, আবদুল করিম সরকার, (প্রচার সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি), অ্যাডভোকেট আজিজুর রহমান (সাবেক উপজেলা চেয়ারম্যান), আশিকুল হক আশিক; জাতীয় পার্টির ডা. খন্দকার রফিকুল ইসলাম, মাহফিজুর রহমান বাবুল, নাজমুল হক; জাসদের সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

ময়মনসিংহ-৭ আসনে ( ত্রিশাল) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী (বর্তমান এমপি), বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন সরকার (উপজেলা চেয়ারম্যান), এবিএম আনিছুজ্জামান আনিছ (ত্রিশালের পৌর মেয়র), আমিনুল হক শামীম (এফবিসিসিআই), অ্যাডভোকেট জালাল উদ্দিন খান,

ব্রিগেডিয়ার (অব.) নজীব হাসান, ফজলে রাব্বী, আবুল কালাম শামছুদ্দিন, ইকবাল হোসেন; নুরুল আলম পাঠান মিলন; বিএনপির ডা. মাহবুবুল আলম লিটন, জয়নাল আবেদীন, আমিনুল ইসলাম আমিন সরকার; জাতীয় পার্টির অ্যাডভোকেট আবদুল বারী, আবদুর রউফ, আবদুল মজিদ, ইঞ্জিনিয়ার সুরুজ আলী মন্ডল, গোলাম সারুয়ার তপন; জাসদের রতন সরকার; ওয়ার্কার্স পার্টির সুজিত বর্মণ।

ময়মনসিংহ-৮ আসনে (ঈশ্বরগঞ্জ) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের আবদুছ ছাত্তার (সাবেক এমপি), মাহমুদ হাসান সুমন, মাসুদ হাসান তূর্ণ, অ্যাডভোকেট শাহ্ মঞ্জুরুল হক, আবু বকর সিদ্দিক ভূঁইয়া দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, অ্যাডভোকেট সৌমেন্দ্র কিশোর চৌধুরী, (সাবেক উপজেলা চেয়ারম্যান) ও লায়ন্স লুৎফুল্ল গণি টিটু; বিএনপির শাহ নুরুল কবীর শাহীন (সাবেক এমপি), প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল (এলডিপি); জাতীয় পার্টির ফখরুল ইমাম।

ময়মনসিংহ-৯ আসনে (নান্দাইল) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের আনোয়ারুল আবেদীন খান তুহিন, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম (সাবেক এমপি), ডা. মতিউর রহমান ভূঁইয়া (বিএমএ), আবদুল মালেক চৌধুরী স্বপন (সাবেক উপজেলা চেয়ারম্যান), অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট আবদুল হাই, (সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল), জালাল উদ্দিন মাস্টার, আলমগীর কবির দোলন। বিএনপির নাসের খান চৌধুরী, (সাবেক এমপি খুররম খান চৌধুরীর ছেলে)। ইয়াসের খান চৌধুরী, এএফএম আজিজুল ইসলাম পিকুল (নান্দাইলের সাবেক পৌর মেয়র), এমডি মামুন বিন আবদুল মান্নান; জাতীয় পার্টির হাসনাত মাহমুদ তালহা, হাসমত মাহমুদ তারিক; বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন; ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) মাওলানা সাইদুর রহমান।

ময়মনসিংহ-১০ আসনে (গফরগাঁও) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের ফাহমি গোলন্দাজ বাবেল (বর্তমান এমপি), অ্যাডভোকেট কায়সার আহাম্মদ (সাবেক মেয়র), এসএম ইকবাল হোসেন সুমন (পৌর মেয়র), বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) রেজাউল করিম, উবায়দুল্লাহ আনোয়ার বুলবুল, আশিকুর রহমান আশিক; বিএনপির এবি ছিদ্দিকুর রহমান, মুশফিকুর রহমান, ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, এসএম মুর্শেদ (এলডিপি); জাতীয় পার্টির ক্বারি মাওলানা হাবিবুল্লাহ বেলালী।

ময়মনসিংহ-১১ আসনে (ভালুকা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের কাজিম উদ্দিন আহম্মেদ ধনু (বর্তমান এমপি), মনিরা সুলতানা মনি (সংরক্ষিত আসনের এমপি), গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আশরাফুল হক জর্জ (সহকারী অ্যাটর্নি জেনারেল), এমএ ওয়াহেদ, অধ্যাপক ডা. হদিউজ্জামান সেলিম; বিএনপির ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, মোর্শেদ আলম, অ্যাডভোকেট আজিজুল হক খান (সাবেক র‌্যাব কর্মকর্তা), আবুল হোসেন; জাতীয় পার্টির হাফিজ উদ্দিন মাস্টার, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম।

জামালপুর জেলার ৫টি আসনের সম্ভাব্য প্রার্থী : জামালপুর প্রতিনিধি মাহফুজুর রহমান জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জামালপুরের পাঁচটি আসনে ৪৭ জন আগ্রহ প্রকাশ করেছেন। জামালপুর-১ আসনে (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা) মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের আবুল কালাম আজাদ (বর্তমান এমপি), নুর মোহাম্মদ, মোখলেসুর রহমান পান্না, ইসতিয়াক হোসেন দিদার, ব্যারিস্টার সামির সাত্তার; বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত (সাবেক এমপি), আবদুল কাইয়ুম, সাহিদা আক্তার রিতা, ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন; জাতীয় পার্টির আবু সাঈম; ইসলামী আন্দোলনের মাওলানা আবদুল মজিদ।

জামালপুর-২ আসনে (ইসলামপুর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের ফরিদুল হক খান দুলাল (বর্তমান এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী), বেগম হুসনে আরা (সংরক্ষিত আসনের এমপি), মাহজাবিন খালেদ বেবি (সংরক্ষিত আসনের সাবেক এমপি), শাহজাহান আলী মন্ডল, এসএম শাহিনুজ্জামান শাহীন; সুলতান মাহমুদ বাবু (সাবেক এমপি), নবী নেওয়াজ খান লোহানী বিপুল, মনোয়ার হোসেন বিএসসি; জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ।

জামালপুর-৩ আসনে (মেলান্দহ ও মাদারগঞ্জ) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের মির্জা আজম (বর্তমান এমপি), বিএনপির মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির সামসুল আলম লিপটন, জামায়াতে ইসলামীর কবির আহমেদ হুমায়ূন।

জামালপুর-৪ আসনে (সরিষাবাড়ী) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের ডা. মুরাদ হাসান (বর্তমান এমপি), ছানোয়ার হোসেন বাদশা, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, অধ্যক্ষ আবদুর রশিদ, এনামুল হক খান, অধ্যক্ষ লুৎফর রহমান, আনিছুর রহমান এলিন; বিএনপির ফরিদুল কবীর তালুকদার শামীম; জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মামুনুর রশিদ জোয়ার্দার (সাবেক এমপি); বিএনএফের মোস্তফা বাবুল (সাংবাদিক)।

জামালপুর-৫ আসনে (জামালপুর সদর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন (বর্তমান এমপি), অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ (জেলা পরিষদ চেয়ারম্যান), বিজন কুমার চন্দ, মারুফা আক্তার পপি, রেজাউল করিম রেজনু, অ্যাডভোকেট এইচ আর জাহিদ আনোয়ার, মুহাম্মদ সালেহীন রেজা, ফারুক আহাম্মেদ চৌধুরী; বিএনপির অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক (সাবেক এমপি), নিলোফার চৌধুরী মণি ((সাবেক এমপি); জাতীয় পার্টির জাকির হোসেন খান।

শেরপুর জেলার ৩টি আসনের সম্ভাব্য প্রার্থীরা : শেরপুর প্রতিনিধি আবদুর রহিম বাদল জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শেরপুরের তিনটি আসনে ২৩ জন আগ্রহ প্রকাশ করেছেন। শেরপুর-১ আসনে (সদর) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের হুইপ আতিউর রহমান আতিক (বর্তমান এমপি), ছানুয়ার হোসেন ছানু, অ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, আজিজুর রহমান আজিজ; বিএনপির ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শফিকুল ইসলাম মাসুদ; জাতীয় পার্টির ইলিয়াছ উদ্দিন; জাকের পার্টির পীরজাদা মোস্তফা আমির ফয়সাল; জাসদের মনিরুল ইসলাম লিটন।

শেরপুর-২ আসনে (নালিতাবাড়ী-নকলা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বেগম মতিয়া চৌধুরী (বর্তমান এমপি, সংসদ উপনেতা), মোকছেদুর রহমান লেবু (উপজেলা চেয়ারম্যান); বিএনপির ইলিয়াস খান, আনোয়ার হোসেন (ভিপি), প্রকৌশলী ফাহিম চৌধুরী (জাহেদ আলী চৌধুরীর ছেলে); জাতীয় পার্টির ড. রফিকুল ইসলাম ও অ্যাডভোকেট ইউসুফ আলী।

শেরপুর-৩ আসনে (শ্রীবরদী-ঝিনাইগাতী) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের প্রকৌশলী একেএম ফজলুল হক চান (বর্তমান এমপি), বীর মুক্তিযোদ্ধা আসম নুরুল ইসলাম হিরো, এডিএম শহিদুল ইসলাম (শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান), মোতাহারুল ইসলাম লিটন, এসএম আবদুল্লাহেল ওয়ারেজ নাইম (উপজেলা চেয়ারম্যান); বিএনপির মাহমুদুল হক রুবেল (সাবেক এমপি); জাতীয় পার্টির প্রকৌশলী সিরাজুল হক, খোরশেদ আলম ফর্সা ও প্রকৌশলী ইকবাল হোসেন।

নেত্রকোনা জেলার ৪টি আসনের সম্ভাব্য প্রার্থীরা : নেত্রকোনা প্রতিনিধি কামাল হোসাইন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নেত্রকোনার তিনটি আসনে ৩১ জন আগ্রহ প্রকাশ করেছেন। নেত্রকোনা-১ আসনে (দুর্গাপুর ও কলমাকান্দা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের মানু মজুমদার (বর্তমান এমপি), ছবি বিশ্বাস (সাবেক এমপি), মোস্তাক আহমেদ রুহী (সাবেক এমপি), রোটারিয়ান আতাউর রহমান আঁখির, শাহ কুতুব উদ্দিন তালুকদার, জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা (দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান); বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল; জাতীয় পার্টির গোলাম রব্বানী (সাবেক এমপি)।

নেত্রকোনা-২ আসনে (নেত্রকোনা সদর ও বারহাট্টা) মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা আশাফ আলী খান খসরু (বর্তমান এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী), আরিফ খান জয় (সাবেক এমপি ও ফুটবলার), অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, লে. কর্নেল (অব.) আবদুন নূর খান, অ্যাডভোকেট আমিরুল ইসলাম; বিএনপির ডা. আনোয়ারুল হক, আশরাফ উদ্দিন খান (সাবেক এমপি), ড. আরিফা জেসমিন নাহিন, এসএম মনিরুজ্জামান দুদু; জাতীয় পার্টির আসমা আশরাফ, মান্নান খান আরজু।

নেত্রকোনা-৩ আসনে (আটপাড়া ও কেন্দুয়া) : মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের অসীম কুমার উকিল (বর্তমান এমপি), মঞ্জুর কাদের কোরাইশী (সাবেক এমপি), কেশব রঞ্জন সরকার, অ্যাডভোকেট আবদুল মতিন; বিএনপির দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল, রফিকুল ইসলাম হেলালী; জাতীয় পার্টির জসিম উদ্দিন ভুঁইয়া।

নেত্রকোনা-৪ আসনে (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) : মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের রেবেকা মমিন (বর্তমান এমপি), সাজ্জাদুল হাসান, শফি আহমেদ; বিএনপির তাহমিনা জামান শ্রাবণী (লুৎফুজ্জামান বাবরের স্ত্রী)।

নেত্রকোনা-৫ আসনে (পূর্বধলা) : মনোনয়নপ্রত্যাশীরা হলেন-আওয়ামী লীগের ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক (বর্তমান এমপি), আহমদ হোসেন; বিএনপির আবু তাহের তালুকদার; জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ।

ময়মনসিংহ নেত্রকনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম