৩ হাজারের বেশি গুমের অভিযোগ পর্যালোচনা করবে জাতিসংঘ
বিশ্বের ৩৬ দেশের তিন হাজারের বেশি গুমের অভিযোগ পর্যালোচনা করবে জাতিসংঘ। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্টতার বাইরে গুমের ১০টির বেশি অভিযোগ পর্যালোচনা করে দেখা হবে। এ লক্ষ্যে সোমবার থেকে জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ১৩১তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিটি অভিযোগ নিয়ে আলাদাভাবে আলোচনার জন্য গুমের শিকার ব্যক্তিদের পরিবার, সংশ্লিষ্ট দেশের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং অন্যদের সঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞরা বৈঠক করবেন।
ওএইচসিএইচআর বলছে, গুম থেকে সব মানুষকে সুরক্ষা দিতে জাতিসংঘের ঘোষণা বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ রয়েছে, সেগুলোও এই বিশেষজ্ঞ দল খতিয়ে দেখবে। এসব প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে দমন-পীড়নমূলক আইন ও চর্চা এবং গুমের ঘটনা নিরসনে সংশ্লিষ্টদের কাঠামোগত ব্যর্থতা।
জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও আলোচনা করবে। এর অংশ হিসাবে বিভিন্ন দেশ পরিদর্শন করা হবে এবং জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রতিবেদন দেওয়া হবে। এক্ষেত্রে তারা বিভিন্ন দেশে আসন্ন নির্বাচন ও গুমের বিষয়ে নজর রাখবেন। এতে আরও বলা হয়, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের অধিবেশনের আওতায় মঙ্গলবার মানবাধিকার পরিষদের ৫৪তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করা হবে। এছাড়া জাতিসংঘের বিশেষজ্ঞরা হন্ডুরাস ও উরুগুয়েতে তাদের পরিদর্শনের বিষয়ে মানবাধিকার পরিষদে জানাবে এবং গুম ও নতুন প্রযুক্তি নিয়ে প্রতিবেদন জমা দেবে।
৩ হাজারের বেশি গুমের অভিযোগ পর্যালোচনা করবে জাতিসংঘ
যুগান্তর ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্বের ৩৬ দেশের তিন হাজারের বেশি গুমের অভিযোগ পর্যালোচনা করবে জাতিসংঘ। একই সঙ্গে সরকারের সংশ্লিষ্টতার বাইরে গুমের ১০টির বেশি অভিযোগ পর্যালোচনা করে দেখা হবে। এ লক্ষ্যে সোমবার থেকে জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ১৩১তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রতিটি অভিযোগ নিয়ে আলাদাভাবে আলোচনার জন্য গুমের শিকার ব্যক্তিদের পরিবার, সংশ্লিষ্ট দেশের প্রতিনিধি, নাগরিক সমাজ এবং অন্যদের সঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞরা বৈঠক করবেন।
ওএইচসিএইচআর বলছে, গুম থেকে সব মানুষকে সুরক্ষা দিতে জাতিসংঘের ঘোষণা বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ রয়েছে, সেগুলোও এই বিশেষজ্ঞ দল খতিয়ে দেখবে। এসব প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে দমন-পীড়নমূলক আইন ও চর্চা এবং গুমের ঘটনা নিরসনে সংশ্লিষ্টদের কাঠামোগত ব্যর্থতা।
জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও আলোচনা করবে। এর অংশ হিসাবে বিভিন্ন দেশ পরিদর্শন করা হবে এবং জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রতিবেদন দেওয়া হবে। এক্ষেত্রে তারা বিভিন্ন দেশে আসন্ন নির্বাচন ও গুমের বিষয়ে নজর রাখবেন। এতে আরও বলা হয়, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের অধিবেশনের আওতায় মঙ্গলবার মানবাধিকার পরিষদের ৫৪তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করা হবে। এছাড়া জাতিসংঘের বিশেষজ্ঞরা হন্ডুরাস ও উরুগুয়েতে তাদের পরিদর্শনের বিষয়ে মানবাধিকার পরিষদে জানাবে এবং গুম ও নতুন প্রযুক্তি নিয়ে প্রতিবেদন জমা দেবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023