টঙ্গীতে শান্তি সমাবেশে ওবায়দুল কাদের
বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রকে ধ্বংস করবে
টঙ্গী পশ্চিম ও পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রকে ধ্বংস করবে। বিএনপির একদফা, ২৭ দফা, গণতন্ত্র, ক্ষমতা, রাষ্ট্র মেরামত- সবই ভুয়া। বিএনপি রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্রকে ধ্বংস করবে, গণতন্ত্রকে ধ্বংস করবে। শেখ হাসিনা গণতন্ত্রকে রক্ষা করবে। বুধবার বিকালে গাজীপুরের টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাইডেন সাহেব, আগে আপনার দেশের ট্রাম্পকে সামলান। পরে অন্য দেশের কথা ভাবুন।
কাদের বলেন, খেলা হবে খেলা। দুর্নীতি, ভোট চুরি, অর্থ পাচার, লুটপাট, হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে। বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে এবং তারেক রহমানের দুরাচারের বিরুদ্ধে খেলা হবে। ক্যাপটেন (শেখ হাসিনা) আসছেন, তিনি ওয়াশিংটনে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাইকে তৈরি হয়ে থাকতে।
বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাস বলে অক্টোবরে নাকি আমাদের ভাগ্য নির্ধারণ করবে। আগে আপনাদের সামলান, ঘরের আগুনেই বিএনপি পুড়ে মরবে। বিএনপির সব দুঃশাসনের জবাব দেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচাতে হলে, দেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ঢাকা দখলের পাঁয়তারা করছে। আমরাও অপেক্ষা করছি ঢাকা দখল কে করে, কেমনে করে। দেখিয়ে দেব হাসিনা ম্যাজিক। একটু অপেক্ষা করেন। হাসিনা ম্যাজিক উন্নয়নের ম্যাজিক, হাসিনা ম্যাজিক মুক্তিযুদ্ধের ম্যাজিক, হাসিনা ম্যাজিক জাতীয় পতাকার ম্যাজিক, হাসিনা ম্যাজিক বাংলাদেশের স্বাধীনতার ম্যাজিক, হাসিনা ম্যাজিকেরই জয় হবে। তিনি বলেন, মির্জা ফখরুল শুধু কান্নাকাটি করছেন। এই কান্না এতদিন কোথায় ছিল। যে কিনা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিট আন্দোলন করতে পারেননি। সেই ব্যর্থতার জন্য তার পদত্যাগ করা উচিত।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সিমিন হোসেন রিমি, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম সামসুন নাহার ভূঁইয়া প্রমুখ।
