Logo
Logo
×

প্রথম পাতা

আসন ভাগাভাগি নিয়ে আ.লীগের সঙ্গে কথা হয়নি: মুজিবুল হক চুন্নু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন ভাগাভাগি নিয়ে আ.লীগের সঙ্গে কথা হয়নি: মুজিবুল হক চুন্নু

দ্বাদশ সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো কথা হয়নি বলে জানিয়েছেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে দুদলের মধ্যে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আসন বণ্টনের কথা বলার প্রয়োজনও নেই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন।

বৈঠক নিয়ে লুকোচুরির বিষয়ে তিনি বলেন, গতকাল (বুধবার) আওয়ামী লীগের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। বিভ্রান্তিকর খবর এড়াতে আমরা এ বৈঠকের সময় ও স্থান গোপন করেছি।

এতে আলোচ্য বিষয় সম্পর্কে চুন্নু বলেন, নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ করা যায়, ভোটাররা ভোটকেন্দ্রে যেন আসেন, ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেসব বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগও সুষ্ঠু নির্বাচনের মনোভাব দেখিয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ভোটটা যেন সুষ্ঠু হয় আওয়ামী লীগের ইতিবাচক একটা মনোভাব দেখা গেছে আলোচনায়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও দু-একজন সিনিয়র নেতা, আর জাতীয় পার্টির পক্ষ থেকে আমি ও একজন কো-চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে এমন আশা ব্যক্ত করে চুন্নু বলেন, বর্তমানে আওয়ামী লীগের চেয়ে অ্যান্টি আওয়ামী লীগ ভোট বেশি। সুষ্ঠু ভোট হলে বিপুল আসনে জয়লাভ করবে জাতীয় পার্টি। ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব ভোটবিপ্লব হতে পারে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরা চেষ্টা করছি ভোটটা সুষ্ঠু করার জন্য। ক্ষমতাসীনদের কাছে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল ইসির যা যা প্রয়োজন, অকুণ্ঠ চিত্তে আপনার তাদের সহযোগিতা করেন। যেন ভোটারদের আস্থা ফিরে আসে। তারা আমাদের কথা দিয়েছেন যে কোনো মূল্যে ইসিকে সহযোগিতা করবেন।

নির্বাচন জাতীয় পার্টি বর্জন করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতি চলমান রাখতেই নির্বাচনে যাবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে কম। শুধু একটা নির্বাচন এখন পর্যন্ত বর্জন করেছে। তবে আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত। তারা বলেছে, নির্বাচন সুষ্ঠু হবে।

তিনি বলেন, এককভাবে ভোট করবে জাতীয় পার্টি। ভোট সুষ্ঠু হলে আমরা সরকার গঠন করব। চুন্নু আরও বলেন, ‘নির্বাচনে দলীয় সমর্থকসহ আওয়ামী লীগবিরোধী ভোটারদের ভোট পাওয়ার প্রত্যাশা রাখছে জাতীয় পার্টি। এক্ষেত্রে ক্ষমতাসীনদের কোনো প্রার্থী যেন ভয়ভীতি দেখিয়ে ভোটারদের কেন্দ্র আসতে বাধা না দেয়, আওয়ামী লীগের কাছে সেই নিশ্চয়তা চাওয়া হয়েছে।’

বুধবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের মধ্যে বৈঠক হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। জাতীয় পার্টির পক্ষে অংশ নেন মুজিবুল হক চুন্নুসহ দলের দুই নেতা।

আসন ভাগাভাগি আ.লীগ সঙ্গে কথা হয়নি মুজিবুল হক চুন্নু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম