Logo
Logo
×

প্রথম পাতা

কোটা আন্দোলন 

ডিবি হেফাজতে তিন সমন্বয়ক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিবি হেফাজতে তিন সমন্বয়ক

কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর একটি হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই তিন সমন্বয়ক হলেন-নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য স্বীকার করেছে সংস্থাটি। তবে বিকালের দিকে তিন সমন্বয়ককে সাদা পোশাকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল নাহিদের পরিবার।

নাহিদের বাবা বদরুল ইসলাম যুগান্তরকে বলেন, বিকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি এসে নাহিদ, আসিফ ও বাকেরকে তুলে নিয়ে যায়। তবে তারা কোথায় নিয়ে গেছে সেটি জানতে পারেননি। কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছিলেন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। এছাড়া হাসপাতালের সামনে পুলিশের উপস্থিতি ছিল।

এদিকে, তাদের তুলে নেওয়ার বিষয়ে জানতে ডিবির কয়েকজন কর্মকর্তাকে কল করা হলে তারা প্রথমে স্বীকার করেননি। পরে রাত সাড়ে ১১টার পরে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ বলেন, নিরাপত্তা ও কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বলেছেন, তিন সমন্বয়ক নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কারা যেন তাদের হুমকি দিয়েছিল। নিরাপত্তার জন্যই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কারা তাদের হুমকি দিয়েছে, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
 

 

সমন্বয়ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম