Logo
Logo
×

প্রথম পাতা

বিজয়ের দিনেও পুলিশের গুলি হামলা, নিহত ১০৩

মন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা আগুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিজয়ের দিনেও পুলিশের গুলি হামলা, নিহত ১০৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবার আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের বাসভবন, কেন্দ্রীয় কার্যালয়সহ অন্যান্য কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী, লাকসামে স্থানীয় সরকারমন্ত্রী, ভৈরবে ক্রীড়ামন্ত্রী, চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী, নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাসভবনে হামলা হয়েছে। গুলশানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাড়িতে। এছাড়া সাকিব আল হাসানসহ ১১ এমপির বাড়িতে হামলার খবর পাওয়া গেছে। রাজশাহী ও চট্টগ্রামে দুই মেয়রের বাড়িতে হামলা হয়েছে। জেলা-উপজেলায় আওয়ামী লীগ নেতাদের বাসাবাড়িতেও হামলা হয়েছে। এছাড়া বহু জায়গায় থানায় হামলা-ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ দিন সকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১০৩ জন নিহত হয়েছেন। 
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখা থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ও শিশু একাডেমিতে আগুন দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এছাড়া রাজধানীতে আওয়ামী লীগের প্রায় সব কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। 
রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছে আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ৩টার দিকে হামলার এ ঘটনা ঘটে। বাসার ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়ে। আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। বিকাল ৪টার দিকে সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা। সাতক্ষীরা কারাগার ভেঙে সব বন্দি পালিয়েছেন। 
সালমান এফ রহমানের বাড়ি ভাঙচুর-আগুন : রাজধানীর গুলশানে শিল্পপতি সালমান এফ রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। 
শ্রীমঙ্গলে কৃষিমন্ত্রীর বাসভবনে হামলা : শহরের মিশন রোডে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের বাসভবনে হামলা চালিয়ে গেট, আসবাবপত্র ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শ্রীমঙ্গল থানা ঘেরাও করে তারা। প্রথমে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি চালালে কয়েকজন আহত হন। পরে সেনাবাহিনী এসে তাদের নিবৃত্ত করেন। শহরে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর করে তারা। বড়লেখায় ক্ষুব্ধ জনতা সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। 
ভৈরবে মন্ত্রী পাপনের বাড়ি ও আ.লীগ অফিসে আগুন : শহরের ভৈরবপুরে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হোসেন পাপনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে ভৈরব থানায়ও হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ সময় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য পালিয়ে যান। দুই পুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ অফিস ও নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেওয়া হয়েছে। 
কালিহাতীতে সাবেক এমপির বাসায় আগুন : টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সাবেক এমপি হাছান ইমাম খান সোহেল হাজারীর বাসায় ও তার ব্যক্তিগত অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ অফিস উপজেলা ছাত্রলীগের আহবায়কের বাসায় ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। 
রূপগঞ্জে গাজীর বাড়ি-ফ্যাক্টরিতে হামলা আগুন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এমপি গোলাম দস্তগীর গাজীর বাড়ি-টায়ার ফ্যাক্টরি এবং ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া, তারাবো, ভোলাবো, রূপগঞ্জ, কাঞ্চন, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন ওয়ার্ড এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর-অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 
পটুয়াখালীতে অ্যাড. আফজালের বাড়িতে হামলা : কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ জেলার শীর্ষ নেতাদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাউফলে শাহিন নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
পাবনায় আ.লীগ কার্যালয়সহ নেতাদের বাড়িঘর ভাঙচুর : পাবনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ অর্ধশত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর বাড়ি ও অফিস ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 
শেরপুর জেলা কারাগার ভেঙে ৫২৭ আসামির পলায়ন : শেরপুর জেলা কারাগারে প্রধান ফটক ভেঙে ৫২৭ আসামি ও সাজাপ্রাপ্ত কয়েদি পালিয়ে গেছে। দুর্বৃত্তরা কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় বলে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানিয়েছেন। 
রৌমারীতে এমপির বাড়ি-গাড়িতে আগুন : সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বাড়িসহ ৪টি গাড়িতে আগুন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। কুড়িগ্রাম-৪ আসনের বর্তমান এমপি অ্যাড. বিপ্লব হাসান পলাশের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
নাজিরপুরে এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাসভবনে আগুন : পিরোজপুরের নাজিরপুরে পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর, ইন্দুরকানী) আসনের এমপি শ.ম রেজাউল করিমের বাসভবন ও তার ছোট ভাই নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিনের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। 
মাদারীপুরে দুই এমপির বাসভবনে ভাঙচুর ও আগুন : এমপি শাজাহান খানের বাসভবন, সার্বিক হোটেল, সার্বিক বাস কাউন্টার, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের মাদারীপুরের বাসভবন, আওয়ামী লীগ অফিস, পৌর ছাত্রলীগের সভাপতি নভেল ব্যাপারীর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। 
নওগাঁয় খাদ্যমন্ত্রীর বাসায় হামলা আগুন : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলসহ বেশ কিছু আওয়ামী লীগ নেতার বাড়ি অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। 
রাজধানীর উত্তরা পূর্ব থানায় আগুন, নিহত ১০ : উত্তরা পূর্ব থানা ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় থানা থেকে অনবরত ছুড়তে থাকা রাবার বুলেট ও গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১০ জনের লাশ আছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। 
ঢামেক হাসপাতালে ৪২ লাশ : দুপুরের পর থেকে একের পর এক আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হতে থাকে। এদের বেশির ভাগই গুলিবিদ্ধ। অনেকের মাথায়, কারও শরীরের বিভিন্ন অংশে রয়েছে গুরুতর জখম। জরুরি বিভাগ ও এর বারান্দা ছাপিয়ে হাসপাতাল চত্বরে রাখা হয় একেকজনকে। একসঙ্গে এত মানুষকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়ে চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়দের। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আহতদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সংবাদকর্মীও রয়েছেন। তখন পর্যন্ত ২৯৩ জন চিকিৎসা নিয়েছেন সেখানে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭১ জনকে। নিহতদের মধ্যে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন রাসেল (২৫, কামরাঙ্গীরচর), আবদুর রহমান (২২, শিক্ষার্থী), রাকিব হোসেন (২৮, সাইনবোর্ড), মানিক মিয়া (২৮, সাইনবোর্ড), সাইফুল ইসলাম (২২, শনির আখড়া), আবু এমরান (৪২, সৌদি প্রবাসী), আজমত উল্লাহ (মাদ্রাসা শিক্ষার্থী, যাত্রাবাড়ী), শাহিন (২৮, সাইনবোর্ড), ইয়াসিন (২৪, সাইনবোর্ড), সোহেল (২২, যাত্রাবাড়ী), আব্দুর নুর (৩৫, সাংবাদিক), ইসমাইল রাব্বি (২২, শনির আখড়া), রনি (১৭, ইসলামাবাদ), হামিদুর রহমান (১২, বংশাল), রিটন উদ্দিন (৩২), শাওন (২৫, যাত্রাবাড়ী), আবু রায়হান (৩০, যাত্রাবাড়ী), আবদুল হান্নান (৫০, মাতুয়াইল), মনোয়ার হোসেন (৫৫, যাত্রাবাড়ী)। অজ্ঞাতনামা বাকিদের বয়স ১৭ থেকে ৩৫-এর মধ্যে।
বিভিন্ন স্থানে নিহত আরও ১৫ : হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে এমপি হেনরির বাসায় রোববার আগুন দেওয়া হয়েছে। সোমবার সেখান থেকে ছাত্রলীগ কর্মীসহ ২ লাশ উদ্ধার করা হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে পুলিশের গুলিতে আহত হাসান আহমেদ জয় নামে আরও একজন মারা গেছেন। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় হোটেলের ভেতরে অনেক আটকা পড়েন। আগুনে দগ্ধ হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
গাজীপুরে নিহত ৯ জন : গাজীপুরের শ্রীপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে ছয়জন ও গাজীপুর মহানগরীর বাসন থানায় পুলিশের গুলিতে একজন ও কালিয়াকৈরে আনসার সদস্যদের গুলিতে দুজন নিহত হয়েছেন। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী ও উৎসুক জনতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় শ্রীপুরে বিজিবি’র তিনটি গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া থানা, কারাফটক, মেয়র ভবন, সাবেক এমপিসহ কয়েকজন যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এর আগে সোমবার সকালে কর্মকর্তাসহ গাজীপুরের দুই থানার সব পুলিশ পালিয়ে যায়।
ফরিদগঞ্জে থানায় হামলা, গুলিতে নিহত ১ : চাঁদপুরের ফরিদগঞ্জে থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলিতে শাহাদাত নামে এক ছাত্র নিহত হয়েছেন। চাঁদপুর পৌরসভা কার্যালয়, সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির কদমতলা রোডের বাসভবন, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারের আদালতপাড়া বাসভবন, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়া হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ও। 
ঝিনাইদহে আ.লীগ নেতাকে হত্যা : সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে হত্যার পর লাশ জেলা শহরের কেন্দ্রস্থলে ঝুলিয়ে রাখা হয়েছে। আওয়ামী লীগের সংসদ-সদস্য ও নেতাদের বাড়িঘরে আগুন, ভাঙচুর করা হয়েছে। 
নরসিংদীতে আহত ২৯ : ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে আওয়ামী লীগ কার্যালয়সহ জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লুটপাট হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে। এ সময় আহত হয়েছে অন্তত ২৯ জন। 
অবরুদ্ধ এমপি জাহির : হবিগঞ্জে দিনভর অবরুদ্ধ ছিলেন সংসদ-সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ বিপুলসংখ্যক নেতা। রোববার রাত ১১টার দিকে সেনাবাহিনীর সহায়তায় তাকেসহ নেতাদের উদ্ধার করা হয়। পরে একদল দুর্বৃত্ত তার বাসার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানের বাসায় আগুন দেওয়া হয়।
পিরোজপুরে আগুন-ভাঙচুর : জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ-সদস্য একেএমএ আউয়াল ও সহসভাপতি এবং পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বাসায় হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। পিরোজপুর-১ আসনের সংসদ-সদস্য ও সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের নাজিরপুরের নিজ বাসায় আগুন দেওয়া হয়েছে। 
সিলেটে প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য রণজিত চন্দ্র সরকারের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়। 
ফরিদপুরে নিহত ১, থানায় আগুন : কোতোয়ালি থানা পুলিশের গুলিতে বাসচালক শামছু গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তার বাড়ি শহরের পূর্বখাবাসপুরে। পরে দুর্বৃত্তরা থানায় ঢুকে বন্দুক-রাইফেল, বিপুলসংখ্যক মোটরসাইকেলসহ সবকিছু লুট করে নিয়ে যায়। পরে থানায় কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়। 
খুলনায় আগুন লুটপাট : জেলা পরিষদ, খুলনা প্রেস ক্লাব, কাউন্সিলর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ-সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৪ আসনের এমপি এসএম কামাল হোসেনের বাড়িতেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
সাভারে নিহত ৯, গুলিবিদ্ধ দেড় শতাধিক : সাভারে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের গুলিতে সন্ধ্যা পর্যন্ত নিহত হয়েছেন নারীসহ ৯ জন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন সাংবাদিক, শিক্ষার্থীসহ দেড়শর বেশি মানুষ। ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমরসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে। 
সোনাইমুড়ীতে পাঁচজন নিহত : দুর্বৃত্তরা নোয়াখালীর সোনাইমুড়ি থানার প্রধান ফটক ভেঙে ভিতরে ঢুকলে পুলিশ মাইকে বারবার অনুরোধ করার পরও তারা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে পাঁচজন নিহত হয়। লুট করা হয় পুলিশের অস্ত্র। এ সময় দুটি পিকআপ ভ্যান কয়েকটি মোটরসাইকেলও ও দোকান ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় উপজেলা পরিষদের বিভিন্ন কক্ষ। 
বরিশালে নিহত ৩ : সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে দেওয়া আগুনে তিনজন নিহত হয়েছেন। এ সময় সাদিকের বাসভবন পুড়ে ছাই হয়ে যায়। এরপর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এ ছাড়া অশ্বিনী কুমার হল, বরিশাল প্রেস ক্লাব, আওয়ামী লীগ নেতা শাহজাহান ওমরের বীর উত্তম ভবন, আমির হোসেন আমুর বাসভবন, লঞ্চ টার্মিনাল, কাউন্সিলের কার্যালয়, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায় ভাঙচুর চালায়। 
ভালুকায় নিহত ২ : বিজিবির গুলিতে কলেজছাত্র ইনতিশার ও মাসুম বিল্লাহ নিহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিজিবির গুলিতে তারা আহত হলে স্থানীয়রা তাদের ভালুকা হাসপাতালে নিয়ে আসেন। 
ধামরাইয়ে গুলিতে নিহত ৫, পালিয়েছেন ওসি-ইউএনও : ঢাকা জেলার ধামরাই থানায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শরীফবাগ বাজারে চালের গুঁড়ি করতে আসা সাজেদা আক্তার (৪০) নামে এক গৃহবধূ পুলিশের ফাঁকা গুলিতে নিহত হওয়ার জেরে পুরো ধামরাই সদর ও পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নিহত গৃহবধূ সাজেদা আক্তার শরীফবাগ এলাকার বাসচালক মোহাম্মদ শওকত আলীর স্ত্রী। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনরত বিক্ষুব্ধ ছাত্র-জনতা মাইকিং করে হাজার হাজার লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়লে পুলিশ টিয়ারশেল ও গুলিবর্ষণ করে। এতে উপজেলা পরিষদ চত্বরে পৌর শহরের গোয়ারীপাড়া মহল্লার অজ্ঞাত পরিচয় এক তরুণ এবং দুই যুবকসহ পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হন। অপর দিকে হার্ডিঞ্জ এলাকায় অন্তত ৩০ ব্যক্তি গুলিবিদ্ধ হন। এরপর আন্দোলনকারীরা উপজেলা পরিষদ, নির্বাহী কর্মকর্তার বাসভবন, পৌরভবন, থানা কমপ্লেক্স, বাসভবন, কাউন্সিলরের অফিস, আওয়ামী লীগ নেতার বাসভবন ও সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের ট্রেড সেন্টারে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। থানার নথি, অর্ধশতাধিক গাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এদিকে ছাত্র-জনতার তোপের মুখে থানা কমপ্লেক্স ছেড়ে থানার স্টাফসহ সপরিবারে পালিয়ে গেছেন অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ পিপিএম ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. আব্দুল্লাহ আল মামুন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও গাঢাকা দিয়েছেন। ফলে অরক্ষিত হয়ে পড়েছে ধামরাই। নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।
কুমিল্লায় নিহত ২, মন্ত্রী-এমপির বাসায় হামলা : কুমিল্লা নগরীতে বিক্ষুব্ধ জনতার হামলায় নাফিজুল আলম সামি নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার বিকাল ৫টার দিকে নগরীর তালপুকুর পাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত সামি সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড (উত্তর রামপুর) এলাকার সেলিম মিয়ার পুত্র। অপর ঘটনায় চৌদ্দগ্রামে সংঘর্ষ চলাকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবরে দুপুর থেকে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে লাকসামের পোমগাঁও এলাকায় স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের বাসভবন এবং নগরীর মোন্সেফবাড়ি এলাকায় সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিনের বাড়িতে এবং পুলিশ লাইন্স ও কয়েকটি থানাসহ বিভিন্ন স্থাপনায়। দেবিদ্বারে পুলিশ ও জনতার সংঘর্ষে অন্তত ৩০ জন গুলিবিব্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আগুন দেয়া হয় পুলিশের গাড়িতে।
মানিকগঞ্জে কলেজছাত্র নিহত, বাড়িঘর ভাঙচুর : দুর্বৃত্তরা সোমবার দুপুরে পাটুরিয়া নৌ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করলে তিনজন গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে কলেজ ছাত্র রফিকুল ইসলাম চঞ্চল (২৪) মারা গেছেন। তিনি শিবালয় উপজেলার রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ হন সাকিব হোসেন (২৪)। এদিকে ক্ষুব্ধ কয়েক হাজার আন্দোলনকারী উথলী হাসপাতাল থেকে নিহতের লাশ নিয়ে শিবালয় থানা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। একটি গাড়ি পুড়ে যায়। তিন পুলিশ আহত হন। হামলাকারীরা জেলা শহরের আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধু চত্বর, বঙ্গবন্ধুর মুর‌্যাল, আ.লীগ নেতা সুলতানুল আজম খান আপেলের বহুতল ভবন স্বর্গ টাওয়ারে হামলা চালায়। জেলা আ.লীগ সভাপতির বাড়িতে হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে।
রাজশাহীতে মেয়রের বাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ, লুটপাট : শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পরই সোমবার দুপুর থেকে রাজশাহীতে সরকারি স্থাপনা এবং আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্তত অর্ধশত ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন নগরবাসী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সিটি করপোরেশনে কয়েকশ মানুষ হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। লুট হয় কম্পিউটার, আসবাবপত্র। সন্ধ্যা ৭টায় পাঁচতলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) হেড কোয়ার্টার্স, জেলা প্রশাসকের বাসভবন, বঙ্গবন্ধু নভোথিয়াটেরও অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগের কয়েকটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বাণিজ্যিক ভবন থিম ওমর প্লাজায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। রাজশাহী মহানগর আ.লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। সরকার টাওয়ারে অগ্নিসংযোগে গ্যারেজে থাকা ১০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 
বগুড়ায় আগুন, লুটপাট : লাখো জনতা মিছিল নিয়ে শহরের সাতমাথায় এসে মিষ্টিমুখ করে সরকারি প্রতিষ্ঠান ও নেতাকর্মীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা শুরু করেন। সদর থানায় ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বড়গোলা এলাকায় ভূমি অফিসে আগুন দেওয়া হয়েছে। শহর, শহরতলি ও বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। বেলা ৩টার দিকে নবাববাড়ি সড়কে সদর পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। পাশেই পুলিশ প্লাজায় ভাঙচুরের পর বিভিন্ন দোকানে লুটপাট করা হয়। এছাড়া জেলা আ.লীগ কার্যালয় ও বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়।
মাগুরায় সাকিব আল হাসানের কার্যালয়ে আগুন : জেলা আওয়ামী লীগ কার্যালয়, মাগুরা-১ আসনের সংসদ-সদস্য সাকিব আল হাসানের রাজনৈতিক কার্যালয়, মাগুরা-১ আসনের সাবেক সংসদ-সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের বাসভবন, মাগুরা-২ আসনের সংসদ-সদস্য বিরেন শিকদারের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। শহরে আওয়ামী লীগ সমর্থিত বেশকিছু বড় বড় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই ধরনের খবর জেলার অন্যান্য উপজেলাতেও পাওয়া গেছে। 
চট্টগ্রামে মেয়র, এমপির বাসভবন ও থানায় হামলা : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বেশ কয়েকটি থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা। হামলার চেষ্টা হয়েছে কেন্দ্রীয় কারাগারে। মেয়র রেজাউল করিমের বহদ্দারহাটের বাসা, এমপি ফজলে করিম চৌধুরীর পাথরঘাটার বাসা, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, পতেঙ্গা, ইপিজেড, কোতোয়ালি থানায় হামলা হয়েছে। 
নাটোরে এমপির বাড়িতে আগুন, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর : নাটোরে বিক্ষুব্ধ জনতা সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাড়ি জান্নাতি প্যালেস ও জেলা আ.লীগের কার্যালয়ে আগুন দিয়েছে। এ সময় এমপি শিমুলের ভাই সাগরের বিলাসবহুল বাড়িতেও আগুন দেয় জনতা। বাগাতিপাড়া উপজেলা চত্বরে ও তমালতলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে। তমালতলার আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে। বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়েও বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা।
ঝালকাঠিতে আমুর বাড়িতে আগুন : রোনালস রোডে সোমবার বেলা ৩টার দিকে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসভবনে হামলা-ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ ছাড়াও ভাঙচুর ও আগুন দেওয়া হয় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কলেজ রোডের বাসভবনে। ভাঙচুর ও আগুন দেওয়া হয় পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে। এদিকে রাজধানীর নিউ ইস্কাটনে আমির হোসেন আমুর বাসায় হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টায় বাসার বাইরে থেকে ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা। এরপর এক পর্যায়ে তারা গেটে আগুন ধরিয়ে দেয়।
রাজবাড়ীতে এমপির বাড়িতে লুটপাট : রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর বাড়িতে লুটপাট করেছে দুর্বৃত্তরা। তারা বাড়িতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
বংশালে গুলিতে নিহত ৫ : রাজধানীর বংশাল থানায় ছাত্র-জনতার ঘেরাওয়ের সময় পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিক্ষুব্ধ ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে আন্দোলনকারীরা বংশাল থানা ঘেরাও করে। এ সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলী রাজ ও সোহাগ। তারা উভয়ে বংশাল পুকুরপাড় এলাকার বাসিন্দা। ?
টঙ্গীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা : গাজীপুরের টঙ্গীতে ইসমাইল হোসেন নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া সুরতরঙ্গ রোডে এ ঘটনা ঘটে। 
শ্রীপুরে গুলিতে শিশু নিহত : গাজীপুরের শ্রীপুরে বিজিবির গুলিতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাজু মিয়া। 
সাতক্ষীরা কারাগারে ভাঙচুর, পালিয়েছেন সব বন্দি : সাতক্ষীরা জেলা কারাগারে সোমবার রাতে বিক্ষুব্ধ লোকজন ভাঙচুর করে আগুন দিয়েছে। এ সময় সব বন্দি পালিয়ে যায়। সাতক্ষীরা জেলা কারাগারে নোটিশ বোর্ডের তথ্য অনুযায়ী কারাগারে ৫৮০ বন্দি ছিলেন। 
মাশরাফির বাড়িতে হামলা, নড়াইলে নিহত ১ : নড়াইল জেলা আওয়ামী লীগ অফিস, হুইপ মাশরাফি, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ২৫ নেতাকর্মীর বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। 
ফেনীতে এমপির বাড়িতে হামলা অগ্নিসংযোগ : ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। 
ডেমরায় মদের বারে হামলা ভাঙচুর ও লুটপাট : ডেমরার বিভিন্ন ওয়ার্ড এলাকা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে। এদিকে সোমবার থানা এলাকার আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা অন্যত্র চলে গেছেন।

আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম