Logo
Logo
×

শুভেচ্ছাবাণী

জনস্বার্থমূলক ইস্যুতে যুগান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

Icon

আ আ ম স আরেফিন সিদ্দিক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জনস্বার্থমূলক ইস্যুতে যুগান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

প্রকাশনার শুরু থেকেই যুগান্তর গুরুত্বপূর্ণ তথ্যসেবা প্রদান করে পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য তুলে ধরার ক্ষেত্রেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এতে স্বাভাবিকভাবেই পত্রিকাটির প্রতি পাঠকের প্রত্যাশা বেড়েছে। আশা করি, পাঠকের এ প্রত্যাশা পূরণে যুগান্তর আরও সচেষ্ট হবে। মানুষ যাতে উন্নত নৈতিকতা ও মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ হয়, এমন বিশ্লেষণমূলক লেখা প্রকাশও অব্যাহত রাখা দরকার। লক্ষ করেছি, এমন লেখা এ পত্রিকায় সবসময়ই গুরুত্ব পেয়ে থাকে। দায়িত্বশীল সাংবাদিকতায় যুগান্তর অতীতের মতোই ভূমিকা পালন করবে, এটা আমার প্রতাশা।

বিশ্বজ–ড়ে চলমান মহামারির প্রেক্ষাপটে গণমাধ্যমের দায়িত্বের পরিধি আরও বেড়েছে। গণমাধ্যমকে এখন জনস্বার্থমূলক ইস্যুতে আরও বেশি গুরুত্ব প্রদান করতে হচ্ছে। এ ক্ষেত্রেও যুগান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পত্রিকাটির এ ভূমিকা অব্যাহত থাকবে, এটাই আমার প্রত্যাশা।

চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, বাসস; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য

আ আ ম স আরেফিন সিদ্দিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম