Logo
Logo
×

শুভেচ্ছাবাণী

২ যুগে যুগান্তর : বিশিষ্টজনের শুভেচ্ছা বার্তা

স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখছে যুগান্তর

Icon

মুহাম্মদ মুনিরুল মওলা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গঠনে অবদান রাখছে যুগান্তর

‘সত্যের সন্ধানে নির্ভীক’-এই স্লোগান ধারণ করে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্য উপস্থাপনের মাধ্যমে দৈনিক যুগান্তর দেশে-বিদেশে বাংলাভাষী মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। দেশের অন্যতম প্রধান দৈনিকের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র জনগণের কাছে তুলে ধরতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নের বিভিন্ন সেক্টরে ইসলামী ব্যাংকও উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের পর সরকার এখন স্মার্ট বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেছে। দৈনিক যুগান্তরও সরকারের এই কার্যক্রম মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি দিকনির্দেশনার মাধ্যমে অন্যতম সহযোগী হিসাবে অবদান রাখছে।

একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে বস্তুনিষ্ঠ ও উন্নয়ন সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে দেশ ও দেশের মানুষের অগ্রগতির জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাবে-এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ দৈনিক যুগান্তরের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুন।

মুহাম্মদ মুনিরুল মওলা

এমডি ও সিইও, ইসলামী ব্যাংক

যুগান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম