Logo
Logo
×

শুভেচ্ছাবাণী

জনপ্রিয়তা ধরে রেখেছে যুগান্তর

Icon

মুরশেদুল কবীর

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনপ্রিয়তা ধরে রেখেছে যুগান্তর

দেশের অন্যতম জাতীয় দৈনিক যুগান্তর দুই যুগে পদার্পণ করেছে জেনে আনন্দিত। প্রতিষ্ঠার পর থেকে দৈনিকটি তার জনপ্রিয়তা ধরে রেখেছে। ‘সত্যের সন্ধানে নির্ভীক’-এ স্লোগান ধারণ করে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলছে। ভবিষ্যতে দৈনিক যুগান্তর এই ধারা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি।

বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে লড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন, এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয়ে প্রধানমন্ত্রী যেভাবে নিরলস কাজ করে যাচ্ছেন, এর সঙ্গে তাল মিলিয়ে দৈনিক যুগান্তর স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হওয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন প্রচারের মাধ্যমে দেশের আর্থসামাজিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পত্রিকাটি বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। দৈনিক যুগান্তরের দুই যুগোৎসব উপলক্ষ্যে এর উত্তরোত্তর মঙ্গল এবং সংশ্লিষ্ট সবার সার্বিক সফলতা কামনা করছি।

মো. মুরশেদুল কবীর

এমডি ও সিইও, অগ্রণী ব্যাংক

জনপ্রিয়তা মানুষের মুখে হাসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম