Logo
Logo
×

শুভেচ্ছাবাণী

পঁচিশে যুগান্তর: বিশিষ্টজনের শুভেচ্ছা

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে: ড. শিরীন শারমিন চৌধুরী

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দৈনিক যুগান্তর ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ২৫ বছরে পদার্পণ করেছে জেনে আমি আনন্দিত। সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং দেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বায়ন ও তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে গণমাধ্যমের কার্যকারিতা অনস্বীকার্য। জন্মলগ্ন থেকেই দৈনিক যুগান্তর মহান জাতীয় সংসদের বিভিন্ন কার্যক্রম গুরুত্বের সঙ্গে তুলে ধরছে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পাঠকসমাজ বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠ তথ্য ও পর্যালোচনা যথাযথ গুরুত্বের সঙ্গে পৌঁছে দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শন প্রচারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দৈনিক যুগান্তর অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি রিপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর জনগণের আস্থা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

দৈনিক যুগান্তরের ২৫ বছর পদার্পণ উপলক্ষ্যে আমি এর কল্যাণ এবং সংশ্লিষ্ট সবার সার্বিক সফলতা কমনা করি।

ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি

স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম