ডব্লিউটিও পূর্বাভাস
অনিশ্চয়তায় বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি কমবে
শিল্প-বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের জন্য বাণিজ্য প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। সংস্থাটি বলছে, চলতি বছর বিশ্ব বাণিজ্য প্রবৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ হতে পারে। এর আগে এপ্রিলে সংস্থাটি এ প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ হবে বলে জানিয়েছিল। তবে ৬ মাস ধরে পরিস্থিতি বিবেচনা করে তা এবার অর্ধেকে কমিয়ে আনা হল। মঙ্গলবার ডব্লিউটিও তাদের ওয়েবসাইটে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ডব্লিউটিও বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসও কমিয়েছে। এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ হবে বলে মনে করছে সংস্থাটি, যা এর আগে ২ দশমিক ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছিল। এ ছাড়া ২০২০ সালের প্রবৃদ্ধি পূর্বাভাস ৩ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৭ শতাংশ করেছে সংস্থাটি।
