Logo
Logo
×

আইটি বিশ্ব

অনলাইনে উপার্জনের প্রয়োজনীয় বিশেষ ৭ ওয়েবসাইট

তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রা আর ইন্টারনেটের সহজলভ্যতায় এগিয়ে যাচ্ছে দেশ। আর প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই অনলাইনে কাজ করে আয় করছে দেশের তরুণরা। ভবিষ্যতে এর আরও বিস্তৃতি ঘটবে। অনেকেই নতুনভাবে আগ্রহী হচ্ছেন ফ্রি-ল্যান্সিং বা আউটসোর্সিংয়ে। সঠিক তথ্যের অভাবে অনলাইনে আয় করতে পারেন না। অনলাইনে ইনকাম করার জনপ্রিয় সাইটগুলোর মধ্য থেকে কিছু ওয়েবসাইট নিয়ে আজকের আয়োজন। বিস্তারিত লিখেছেন-

Icon

ফয়সাল আহমাদ

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অনলাইনের ফ্রি-লান্সিং বা আউটসোর্সিং করার জন্য বিশ্বব্যাপী হাজারও ওয়েবসাইট রয়েছে যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে ঘরে বসেই কাজ করতে পারেন। এসব ওয়েবসাইটের মধ্যে বিশেষ কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত দেখে নিন, সেই সাইটগুলো কী-

আপওয়ার্ক

ফ্রি-লান্সিং বা আউটসোর্সিংয়ের কথা এলেই একটি নাম মাথায় আসে তা হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রি-ল্যান্সিং সাইট আপওয়ার্ক। এটি প্রথমে ওডেস্ক নামে কার্যক্রম শুরু করে। ২০১৫ সালে নাম পরিবর্তন করে আপওয়ার্ক নামে আসে। তখন আরেকটি জনপ্রিয় ফ্রি-ল্যান্সিং প্লাটফর্ম ‘ইল্যান্স’ আপওয়ার্কের সঙ্গে একীভূত হয়। আপওয়ার্কে ফিক্সড এবং ঘণ্টাভিত্তিক (আওয়ারলি) রেটে কাজ পাওয়া যায়। এখান থেকে অর্থ তুলতে পেপাল, পাইওনিয়ার এবং ব্যাংক ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করা যায়। আপওয়ার্কে প্রায় ১ কোটির বেশি ফ্রি-ল্যান্সার কাজ করছে বিশ্বব্যাপী।

ফ্রি-ল্যান্সারদের দক্ষতা প্রমাণের জন্য আপওয়ার্কে রয়েছে ৩০০টির বেশি পরীক্ষা দেয়ার ব্যবস্থা। পরীক্ষাগুলো নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। যে কোনো সময় যে কোনো পরীক্ষা দেয়া যায়। বেশি বেশি পরীক্ষা দিয়ে নতুন ফ্রি-ল্যান্সাররা তাদের প্রোফাইলকে আরও সমৃদ্ধ করতে পারেন।

ওয়েবসাইট : (https://www.upwork.com/)

ফাইভার

প্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা অনলাইনে বিক্রির মার্কেটপ্লেস হচ্ছে ফাইভার। ফাইভারে পাঁচ ডলার থেকে শুরু করে ভালো অ্যামাউন্টের প্রজেক্ট পোস্ট করা হয়। লোগো ডিজাইন, ভয়েস রেকর্ড, আর্টিকেল লেখা, ইত্যাদির জন্য ফাইভার অত্যন্ত জনপ্রিয়। বায়াররা সরাসরি ফ্রি-ল্যান্সার সার্চ করেও প্রজেক্ট অফার করেন এই সাইটে। ফাইভার থেকে আয়কৃত অর্থ তোলার জন্য পেপাল, পাইওনিয়ার এবং ব্যাংক ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

ওয়েবসাইট : (https://www.fiverr.com/)

মাইক্রোওয়ার্কারস

এটি অন্যান্য ওয়েবসাইট থেকে একটু আলাদা কেননা এখানে কাজ করার জন্য কোনো বিড বা আবেদন করতে হয় না। অর্থাৎ ইচ্ছে করলে যে কোনো মুহূর্ত থেকে কাজ শুরু করে যায়। আর কাজগুলোও অত্যন্ত সহজ। ওয়েবসাইটে ঢুকেই প্রথম দর্শনে সাইটটিকে সহজবোধ্য মনে হবে। মাইক্রোওয়ার্কারস সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট। এক একটি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৯.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ কেবল একবারই করা যায়। মোট আয় ৯ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপাল এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে উত্তোলন যায়। মাইক্রোওয়ার্কারস সাইটে একজন ফ্রি-ল্যান্সারকে ডড়ৎশবৎ এবং এবং একজন ক্লায়েন্টকে ঊসঢ়ষড়ুবৎ হিসেবে উল্লেখ করা হয়। ওয়েবসাইট : (http://www.microworkers.com)

পিপল পার আওয়ার

লন্ডন, যুক্তরাজ্যভিত্তিক পিপল পার আওয়ার হচ্ছে অনলাইনে আয় করার অন্যতম জনপ্রিয় সাইট। এখানে ফিক্সড প্রাইস ও আওয়ারলি রেটে প্রজেক্ট পাওয়া যায়। পিপল পার আওয়ার থেকে আয়কৃত অর্থ তোলার জন্য পেপাল, স্ক্রিল, পাইওনিয়ার এবং ব্যাংক ট্র্যান্সফার পদ্ধতি ব্যবহার করতে পারেন।

ওয়েবসাইট : https://www.peopleperhour.com/

বি-ল্যান্সার ডটকম

বি-ল্যান্সার হচ্ছে বাংলাদেশি ফ্রি-ল্যান্সিং প্লাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের দেশি প্রজেক্ট পাওয়া যায়। বি-ল্যান্সার দেশের বাইরে থেকেও ক্ল্যায়েন্ট এবং ফ্রি-ল্যান্সার আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছে। বি-ল্যান্সার ডটকমে মাইক্রো আকারের (১০০ টাকা) প্রজেক্ট থেকে শুরু করে অনেক বড় অ্যামাউন্টের প্রজেক্টও আসে। বর্তমানে এখানে শুধু ফিক্সড প্রাইসের জব আছে। আপনি চাইলে বি-ল্যান্সারে রেজিস্ট্রেশন করে আপনার ফ্রি-ল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। বি-ল্যান্সারের মাধ্যমে আয়কৃত টাকা আপনি ব্যাংক ট্রান্সফার, বিকাশ, অথবা সরাসরি বি-ল্যান্সার অফিসে গিয়ে সংগ্রহ করতে পারেন। ওয়েবসাইট : (www.belancer.com)

ফ্রি-ল্যান্সার ডটকম

ফ্রি-ল্যান্সার ডটকম হচ্ছে এক দম প্রথম সারিতে থাকা একটি অনলাইনভিত্তিক জব মার্কেটপ্লেস, যেখানে ফিক্সড প্রাইস এবং আওয়ারলি রেটের প্রজেক্ট পাওয়া যায়। এখানে প্রচুর অনলাইন জব আছে এবং ফ্রি-ল্যান্সারের সংখ্যাও অনেক। কোম্পানিটির হেড অফিস অস্ট্রেলিয়ায়। ফ্রি-ল্যান্সার ডটকম থেকে প্রাপ্ত প্রজেক্টে কাজ করে অর্জিত অর্থ উত্তোলন করার জন্য আছে পেপাল, স্ক্রিল, পাইওনিয়ার এবং ব্যাংক ট্রান্সফার সিস্টেম।

ওয়েবসাইট : (https://www.freelancer.com/)

নাইনটিনাইন ডিজাইনস

নাইনটিনাইন ফ্রি-ল্যান্স ডিজাইনারদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ওয়েবসাইট। এ সাইটে মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বায়াররা প্রজেক্ট অফার করেন এবং পেশাদার ডিজাইনারদের দ্বারা লোগো, ওয়েবসাইট ও অন্যান্য গ্রাফিক ডিজাইন করে নেন। ৯৯ডিজাইনস থেকে আপনার অর্জিত অর্থ তোলার জন্য পাইওনিয়ার এবং পেপাল ব্যবহার করতে পারবেন। ৯৯ডিজাইনস যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিস্কোভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি, যা অনলাইন ডিজাইনের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

ওয়েবসাইট : (https://99designs.com/)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম