Logo
Logo
×

আইটি বিশ্ব

করোনাভাইরাস : আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস : আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আইফোনপ্রেমীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো অ্যাপল। করোনাভাইরাসের প্রভাবে চীনে বেশ কয়েকটি উৎপাদন কারখানা বন্ধ করে দিয়েছে অ্যাপল।

যে কারণে চাহিদায় ঘাটতি দেখা দিয়েছে। আর এতে কাক্সিক্ষত মুনাফা থেকে বঞ্চিত হওয়ার কথা বলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল জানিয়েছে, চলমান ত্রৈমাসিকে তারা যে রাজস্ব আদায়ের আশা দেখেছিলেন, তা পূরণ হচ্ছে না। চীনে করোনার কারণে তাদের রাজস্ব আয় কমে গেছে। মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে।

আর যেগুলো চালু হয়েছে সেগুলোতে প্রত্যাশামাফিক উৎপাদন হচ্ছে না। ফলে বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ সাময়িকভাবে কমে যেতে পারে।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, চীনে অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। যেগুলো কম সময়ের জন্য চালু থাকছে। ফলে আইফোন উৎপাদন ও বিক্রিতে প্রভাব পড়েছে।

এ কারণে বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। অ্যাপলের আইফোন উৎপাদনের বড় পার্টনার চীন।

করোনাভাইরাস আইফোন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম