|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে এলো তাদের দুটি জনপ্রিয় ফোন রিয়েলমি ৫আই ও রিয়েলমি সি২।
টেক-ট্রেন্ডি তরুণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে আজ রাজধানীর সিক্স সিজন হোটেলে এক অনলাইন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে ফোন দুটি উন্মুক্ত করেছে রিয়েলমি।
দৈনন্দিন ব্যবহারের সব ফিচার নিয়ে হাজির হয়ে সবার মাঝে ব্যাপক সাড়া পায় রিয়েলমির ৫ সিরিজের ফোনগুলো। ইতিমধ্যে বিশ্বজুড়ে রিয়েলমি ৫ সিরিজের ৫৫ লাখ ব্যবহারকারী রয়েছেন।
এ সিরিজের নতুন স্মার্টফোন ৫আই-এর ক্যামেরা, ব্যাটারি, পারফরম্যান্স, ডিজাইনসহ প্রতিটি ক্ষেত্রেই এনেছে আরও উন্নত ইউজার এক্সপেরিয়েন্স।
এছাড়াও এ ফোনটির পাশাপাশি রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে চোখ ধাঁধানো ডিজাইনের সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি সি২।
ডিউড্রপ ডিজাইনের বিশাল স্ক্রিনের রিয়েলমি সি২ ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করবে। বাংলাদেশের বাজারে রিয়েলমি ৫আই এর মূল্য হবে ১২,৯৯০ টাকা এবং রিয়েলমি সি২ এর মূল্য হবে ৮,৯৯০ টাকা।
