Logo
Logo
×

আইটি বিশ্ব

বিশেষ

নাসার আমন্ত্রণ পেলেন ছয় বছরের শিশু

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নাসার আমন্ত্রণ পেলেন ছয় বছরের শিশু

অ্যাডাম কিং

আইরিশ প্রতিবন্ধী শিশু অ্যাডাম কিংয়ের বয়স মাত্র ছয় বছর। নাসার ক্যাপকম হওয়ার স্বপ্নের কথা জানিয়েছে সে। বড় হয়ে সে মহাকাশ অভিযানে অংশ নিতে চায়।

দেশটির একটি টেলিভিশনে লেট টয় শোতে এক প্রশ্নের জবাবে সবাইকে অবাক করে দিয়ে তার মহাকাশ জয়ের স্বপ্নের কথা জানায় কিং। নভোচারী ও মহাকাশ সংস্থাগুলো শিশুটির স্বপ্নের কথায় প্রতিক্রিয়া জানিয়েছে।

মহাকাশ সংস্থা নাসা এক টুইট বার্তায় বলেছে, ‘আমাদের আর সে দিনটির অপেক্ষা সইছে না, যেদিন কিং সে নাসার দলে যোগ দেবে।’ ব্রিটিশ নভোচারী টিম পিক তাকে ‘সুপারস্টার’ উল্লেখ করে বলেন, ‘অ্যাডাম, আমাদের অভিযানে তোমাকেই দরকার।’

ক্যাপকম হচ্ছে ক্যাপসুল কমিউনিকেশনের সংক্ষিপ্ত রূপ। ক্যাপকম হিসেবে দায়িত্বরতরা নাসার স্টেশনে বসে মহাশূন্যে থাকা ক্রু বা নভোচারীর সঙ্গে যোগাযোগ রক্ষা করেন এবং করণীয় ঠিক করেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে নভোচারী না হয়ে ক্যাপকম হওয়ার সিদ্ধান্ত নেয়।

অ্যাডাম কিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম