Logo
Logo
×

আইটি বিশ্ব

দেশেই উৎপাদিত হচ্ছে সিম্ফনি মোবাইল সার্কিট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দেশেই উৎপাদিত হচ্ছে সিম্ফনি মোবাইল সার্কিট

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি এবার দেশেই মোবাইলের প্রিন্টেড সার্কিট বোর্ড (পিসিবিএ) উৎপাদন করছে।

সাভারের আশুলিয়ার আউকপাড়ায় প্রতিষ্ঠানটির নিজস্ব কারখানায় এরই মধ্যে শুরু হয়েছে পিসিবিএ’র পরীক্ষামূলক উৎপাদন। প্রাথমিক পর্যায়ে এ কারখানা থেকে প্রতি মাসে দুই লাখ পিসিবিএ উৎপাদন ও দুই হাজার মানুষের কর্মসংস্থান পরিকল্পনা করেছে সিম্ফনি।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রায় ৬৭ হাজার বর্গফুট জায়গায় নির্মাণ করা হচ্ছে কারখানাটি। এটি এ প্রতিষ্ঠানের দ্বিতীয় কারখানা। এ কারখানা থেকেই পিসিবিএ উৎপাদন করবে সিম্ফনি। এ কারখানায় পিসিবিএ’র পাশাপাশি মোবাইল, ডিসপ্লে, চার্জার, হেডফোন, ডেটা কেবলসহ অন্যান্য অ্যাক্সেসরিজ উৎপাদন করা হবে।

সিম্ফনি মোবাইলের এমডি জাকারিয়া শাহীদ বলেন, প্রথম থেকেই দেশে মোবাইল উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিম্ফনি। এ লক্ষ্যে কালক্ষেপণ না করেই প্রথম কারখানা উদ্বোধনের পরপর দ্বিতীয় কারখানা তৈরির কাজে হাত দেয় সিম্ফনি।

এর সফলতায় দুই বছরের মধ্যেই আমরা দ্বিতীয় কারখানা থেকে উৎপাদন শুরু করতে পেরেছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও সিম্ফনি মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ রফতানি করার পরিকল্পনা সিম্ফনির রয়েছে বলে জানান জাকারিয়া শাহীদ।

সিম্ফনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম