অ্যাপলের গ্রাহকসেবা প্রশ্নের মুখে
আইটি ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চীনের গ্রাহকদের সব ডেটা চীনেই মজুত রাখছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের পর এ বিষয়ে মুখ খুলেছে প্রতিষ্ঠানটি। অ্যাপল বলছে, তারা চীনের আইন অনুযায়ী তাদের নাগরিকদের তথ্য ওই দেশের ডাটা সেন্টারগুলোয় রাখছে। কারণ অ্যাপল চীনা আইন মেনে চলে।
চীনে অ্যাপলের গ্রাহকদের উপাত্ত সংরক্ষণের ফলে তা বেহাত হওয়ার ঝুঁকি বেশি থাকে বলে শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটসের পরিচালক অধ্যাপক মাইকেল পোজনার বলেন, চীন সরকারের সমালোচক হিসাবে অ্যাপলের পণ্য ব্যবহারে আমি ভয়ের মধ্যে থাকি। অ্যাপলের পণ্য ব্যবহার করে আমি ক্লাউডে কোনো ডেটা রাখার ব্যাপারে সাবধান থাকি। চীনে ডাটা মজুদ রেখে অ্যাপল আসলে চীনা কমিউনিস্ট পার্টির হাতেই চাবি তুলে দিচ্ছে বলে মনে করেন পোজনার। অ্যাপলের যুক্তি, যে দেশে ব্যবসা হচ্ছে সে দেশের আইনকানুন মেনেই কাজ করছে তারা। চীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নাগরিকদের ট্র্যাক করার এবং গণনজরদারির উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে অ্যাপলের বক্তব্য, যে যে দেশে অ্যাপলে উপস্থিতি রয়েছে, প্রতিটি দেশেই অ্যাপল স্থানীয় আইন মেনে চলে। চীনের ক্ষেত্রেও তাই করা হচ্ছে। গত ডিসেম্বরে অ্যাপল চীনা কর্তৃপক্ষের ঠিক করে দেওয়া সময়সীমা মেনে চায়না অ্যাপ স্টোর থেকে প্রায় ৪৬ হাজার অ্যাপ্লিকেশন অপসারণ করে।
