Logo
Logo
×

আইটি বিশ্ব

নতুন ফিচার আনছে টুইটার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আক্রমণাত্মক টুইট বা তার রিপ্লাই দেওয়া কিছু মানুষের নিত্যদিনের অভ্যাস। তবে মাঝে মাঝে এসব নিয়ে ঘটছে বিপত্তি। বাড়ছে ঝামেলাও। তাই এ ধরনের টুইটের আগে এবার রিভিউ অপশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার। টুইটারকে আরও স্বাধীন করার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা। নতুন ফিচারটি আগামী সপ্তাহ থেকেই চালু হবে। ফলে এখন থেকে কেউ আক্রমণাত্মক বা ক্ষতিকর টুইট করলে, সেটিকে আবার যাচাই করে দেখার নোটিফিকেশন প্রদান করা হবে। টুইটারের মেশিন ল্যাঙ্গুয়েজ টুইটের ধরন বুঝেই এ নোটিফিকেশন পাঠাবে। নোটিফিকেশনের সঙ্গে টুইট এডিট করা, ডিলিট করা অথবা কোনো পরিবর্তন ছাড়াই পাঠানোর অপশন দেওয়া হবে। জানা গেছে, এই নতুন ফিচারটি শুরুতেই চালু করা হবে আইফোন ব্যবহারকারীদের জন্য। দ্বিতীয় ধাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে। টুইটার জানিয়েছে, এ ফিচারের মাধ্যমে তারা আক্রমণাত্মক ও ক্ষতিকর টুইটের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম