Logo
Logo
×

আইটি বিশ্ব

দায়মুক্তি হারাল টুইটার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দায়মুক্তি হারাল টুইটার

ছবি: সংগৃহীত

মাইক্রোব্লগিং সাইট টুইটার ভারতে অবাধ স্বাধীনতা হারালো। ফলে এখন থেকে ব্যবহারকারীদের কনটেন্টের দায় নিতে হবে প্রতিষ্ঠানটিকেই। প্রতিষ্ঠানটি ভারতের নতুন আইটি নীতিমালা মানতে না পারার কারণেই এমন রায় দিয়েছে ভারতীয় দালত। এর আগে একাধিকবার টুইটারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে প্রথম ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির প্রশাসন। মূলত সাম্প্রতিক সময়ে আরোপিত ‘কমপ্লায়েন্স অফিসার’ নিয়োগ নীতি না মানায় টুইটারের বিরুদ্ধে অভিযোগ তোলে নরেন্দ্র মোদির সরকার। নিউ দিল্লির উচ্চ আদালতে টুইটারের অসহযোগিতার ফলে আইটি আইনের একাধিক ধারার লঙ্ঘন হচ্ছে- নালিশ দেয় ভারতের আইটি মন্ত্রণালয়। এ দাবি ওঠার পরই টুইটার ভারতে ব্যবহারকারীদের কনটেন্ট প্রশ্নে আইনি সুরক্ষা হারায়। গত ৫ জুলাই আদালতের নথিতে বিষয়টি প্রকাশ করা হয়। তবে টুইটার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা সহযোগিতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মাইক্রোব্লগিং সাইট টুইটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম