ফেসবুকের রিচ বাড়াতে মার্ক জুকারবার্গের ৭ পরামর্শ
আইটি ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অ্যালগরিদম আপডেটের কারণে যে কোনো পোস্টের রিচ কমে যাওয়ায় হতাশায় ভুগছেন ফেসবুক নির্ভর উদ্যোক্তারা। এমন অবস্থায় করণীয়
বিষয়ে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ৭টি পরামর্শ দিয়েছেন। আজকের
যুগান্তর প্রযুক্তি টিপসে সেসব পরামর্শ বিস্তারিত লিখেছেন- মো. ইকরাম
জুকারবার্গের মতে, ফ্রেন্ডস এবং ফ্যামিলির পোস্ট এবং যে পোস্টগুলোতে অর্থবোধক অ্যাংগেজমেন্ট আছে, এ রকম পোস্টগুলোকে ফেসবুক রিচ বাড়িয়ে দেবে।
বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে ৭টি পয়েন্ট উল্লেখ করেছেন।
সর্বশেষ প্রকাশিত পোস্ট সর্বশেষ পোস্টকেই ফেসবুক ব্যবহারকারীর নিউজফিডে শো করবে। অর্থাৎ ব্যবহারকারী পেজে সকালে একটা পোস্ট করলে যে বিকাল বা রাতে ফেসবুকে ঢুকেছে, সে তার প্রোফাইলে অন্য পেজগুলোর পোস্ট দেখবে, যেগুলো হয়তো কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে, কিন্তু পুরোনো পোস্ট তার প্রোফাইলে দেখাবে না।
নিয়মিত পোস্ট দিতে হবে
ফেসবুকে পোস্ট রিচ বাড়াতে চাইলে গ্র“পে, প্রোফাইলে এবং অবশ্যই পেজে প্রতিদিন ৫-৭টা করে পোস্ট করতে হবে।
পোস্টের লাইক, কমেন্ট এবং শেয়ার সংখ্যা হিসাব
কোনো পোস্টের লাইক, কমেন্ট এবং শেয়ার কি পরিমাণ রয়েছে, সেটির ওপর ফেসবুক পোস্টটির গুরুত্ব বোঝার চেষ্টা করে। এর মধ্যে শেয়ারের ভ্যালু বেশি, ২য় হচ্ছে কমেন্ট, ৩য় হচ্ছে লাইক। অর্থাৎ এমন পোস্ট করতে হবে, যাতে মানুষজন কমেন্ট করতে বাধ্য হয় এবং শেয়ার করতে আগ্রহী হয় তবেই রিচ বাড়বে।
ব্যবহারকারী যেসব পেজে যুক্ত থাকেন
পেজের আগের পোস্টগুলোতে যে মেম্বার কোনো ধরনের অ্যাংগেজ ছিল না, সেই পোস্টকে ওই মেম্বারের নিউজফিডে প্রদর্শন করবে না। সুতরাং পেজের ১ লাখ মেম্বার থাকলেও লাভ নেই, যদি কোনো পোস্টে তাদের অ্যাংগেজমেন্ট না থাকে। তাই পেজে সেলস পোস্টের পাশাপাশি প্রতিদিন কিছু অ্যাংগেজমেন্ট পোস্ট, কমপক্ষে কুইজ পোস্ট হলেও যাতে করা হয়। তাহলে মানুষজন কমেন্ট করবে, তাতেই কাজ হবে।
পূর্বের পোস্টের ধরন
একজন ব্যবহারকারীর আগে যে ধরনের পোস্টগুলো পড়ছে কিংবা কমেন্ট, লাইক করেছে, সে ধরনের পোস্টগুলোই বারবার প্রদর্শন করবে। ব্যবহারকারীর পছন্দ বুঝতে ফেসবুক আরও কিছু ডাটা বিবেচনা করে। কোন ধরনের পেজে লাইক দেয়, কোন টাইপ পোস্টগুলো পড়তে সময় ব্যয় করে ও ইন্টারেস্ট টপিকস ফেসবুক বোঝার চেষ্টা করে, সেই অনুযায়ী পোস্ট প্রদর্শন করবে। তাই সেলস পোস্ট করার সময়ও সেই প্রডাক্ট রিলেটেড কোনো শিক্ষামূলক কিংবা বিনোদনমূলক কোনো কনটেন্ট তৈরি করেন।
পোস্টে নেগেটিভ ফিডব্যাক বিবেচনা
পোস্ট কিংবা পেজে যদি কেউ রিপোর্ট করে কিংবা আনফলো করে তাহলে সেই পেজের কিংবা সেই ব্যক্তির পোস্টের রিচ ফেসবুক অনেক কমিয়ে দেয়। তাই বেশি মাত্রায় প্রডাক্ট বিজ্ঞাপন দিলে, মানুষজন তাদের নিউজফিডে বিজ্ঞাপন দেখতে দেখতে বিরক্ত হয়ে আনফলো করতে পারে। এ আনফলো করা লোকসংখ্যা বেড়ে গেলে বিপদ। মাথায় রাখতে হবে ফেসবুকে মানুষ বাজার করার জন্য ঢোকে না। একটু আনন্দ পেতে, আড্ডা দিতে, রিফ্রেশ হতে ঢোকে।
পোস্টটি অন্যের জন্য কতটা উপকারী
পোস্টটি মানুষজনের জন্য কতটা উপকারী কিংবা কতটা পছন্দ করেছে, সেটির ওপর ফেসবুক আপনার পোস্টের গুরুত্ব বোঝার চেষ্টা করে এবং সেভাবে রিচ বাড়িয়ে দেয়। সেজন্য এমন পোস্ট করতে হবে যাতে হা হা রিয়েক্ট না, লাইক কিংবা লাভ রিয়েক্ট পাওয়া যায়। তাহলে পোস্টের রিচ বেড়ে যাবে।
