Logo
Logo
×

আইটি বিশ্ব

উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে পরিবর্তন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে পরিবর্তন

ছবি: সংগৃহীত

মাইক্রোসফট উইন্ডোজ ১১-এর জন্য নতুন মিডিয়া প্লেব্যাক অ্যাপ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। অ্যাপটিতে গ্রোভ মিউজিক অ্যাপ এবং ২০০৯ সাল থেকে কোনো অপরিবর্তিত উইন্ডোজ মিডিয়া প্লেয়ার উভয়েরই সব সুবিধা নিয়ে তৈরি করা হয়েছে। উইন্ডোজ ইনসাইডার গ্রাহকরা এখনই ‘মিডিয়া প্লেয়ার ফর উইন্ডোজ ১১’ নামের অ্যাপটি ব্যবহার করতে পারছেন।

অ্যাপটি মিউজিক এবং ভিডিও প্লেব্যাকের জন্য ডিজাইন করা হয়েছে। যারা গ্রোভ মিউজিক অ্যাপ ব্যবহার করতেন তারা নতুন অ্যাপের আপডেট করতে পারবেন। গ্রোভ মিউজিক অ্যাপের লাইব্রেরি এবং প্লেলিস্ট স্বয়ংক্রিয়ভাবে নতুন মিডিয়া প্লেয়ার অ্যাপে মাইগ্রেট হয়ে যাবে। মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা কী শুনতে চান সেটি সহজেই লাইব্রেরি থেকে ব্রাউজ করতে পারবেন। এ ছাড়া প্লেলিস্ট তৈরি ও ব্যবস্থাপনা করতে পারবেন। প্লেব্যাকের সময় অ্যালবাম আর্ট ও ‘রিচ আর্টিস্ট ইমেজারি’ ফুল স্ক্রিন অথবা মিনি-প্লেয়ার মোডে দেখা যাবে।

মাইক্রোসফট উইন্ডোজ ১১ মিডিয়া প্লেব্যাক অ্যাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম