আইমেসেজ নিয়ে অ্যাপলকেই দুষলেন গুগল নির্বাহী

 আইটি ডেস্ক 
১৩ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ
আইমেসেজ নিয়ে অ্যাপলকেই দুষলেন গুগল নির্বাহী
প্রতীকী ছবি

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রযুক্তি ব্যবসা নিয়ে অভিনব এক অভিযোগ উঠেছে, কিশোর বয়সিদের মধ্যে সামাজিক মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে অ্যাপলের ‘আইমেসেজ’ সেবা; আর সামাজিকভাবে বঞ্চিত হচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।

এক প্রতিবেদনে ওই অভিযোগ ওঠার পর গুগল নির্বাহী হিরোশি লকহেইমার বলেছেন, অ্যাপল ‘পরিচিতদের চাপ’ আর ‘তিরস্কারমূলক’ আচরণে ভর করে পণ্যের বিক্রি বাড়াচ্ছে। সম্প্রতি বেশ কড়া ভাষায় অ্যাপলের সমালোচনা করেন লকহেইমার। টুইট থ্রেডে লকহেইমার বলেন, ‘আমরা অ্যাপলকে বলছি না অ্যান্ড্রয়েডে আইমেসেজ চালু করতে। আমরা অ্যাপলকে আইমেসেজে আধুনিক মেসেজিং (আরসিএস)-এর শিল্পমান সমর্থন করতে বলছি ঠিক যেভাবে তারা এসএমএস/এমএমএস-এর মতো পুরোনো শিল্পমানকে সমর্থন করছেন।’

‘আরসিএস অন্তর্ভুক্ত না করে অ্যাপল পুরো শিল্পকে পেছনে টেনে রেখেছে এবং শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নয়, নিজস্ব ক্রেতাদের অভিজ্ঞতাতেও ঘাটতি রেখে দিচ্ছে।’ বিতর্কের মূলে রয়েছে পুরোনো একটি প্রশ্ন-অ্যাপল কি আদৌ গুগলের প্রযুক্তি ব্যবহার করে আইমেসেজকে অ্যান্ড্রয়েডে ব্যবহারের উপযোগী করে তুলবে, নাকি আরও বেশি আইফোন বিক্রির লক্ষ্যে শিল্পমান থেকে দূরে থাকবে?

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন