মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান কনসোলের উৎপাদন বন্ধ

 আইটি ডেস্ক 
১৫ জানুয়ারি ২০২২, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট সব ‘এক্সবক্স ওয়ান’ কনসোলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এক্সবক্স সিরিজ এক্স উন্মোচনের আগেই এক্সবক্স ওয়ান এক্সের উৎপাদন থামিয়ে দিয়েছিল প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। আর, এক্সবক্স ওয়ান এস-এর উৎপাদন কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করা হয়েছে ২০২০ সালের শেষ নাগাদ। ‘এক্সবক্স সিরিজ এক্স/এস উৎপাদনে গুরুত্ব দিতেই আমরা ২০২০ সালের শেষ নাগাদ সব এক্সবক্স ওয়ান কনসোলের উৎপাদন বন্ধ করে দিয়েছি’-প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে পাঠানো এক বিবৃতিতে বলেছেন এক্সবক্স কনসোল বাজারজাতকরণ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক সিন্ডি ওয়াকার। প্রথমে ২০২১ সালের শেষ নাগাদ প্লেস্টেশন৪ কনসোলের উৎপাদন বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল সনি। কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছে সনি, ২০২২ সালে এসেও প্রায় ১০ লাখ পিএস৪ কনসোল উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। গেমিং কনসোল বাজারের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী এক্সবক্স ও প্লেস্টেশন।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন