ফেসবুক পোস্ট শেয়ার হবে হোয়াটসঅ্যাপে
আইটি ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফেসবুক অ্যাপের শেয়ার বাটনে ক্লিক করলে তিনটি অপশন দেখানো হচ্ছে।
অপশনগুলো হচ্ছে শেয়ার নাউ, রাইট পোস্ট ও সেন্ড ইন হোয়াটসঅ্যাপ। মূলত ব্যবসার প্রসারেই ফিচারটি যুক্ত করেছে ফেসবুক।
ফেসবুক পোস্ট হোয়াটসঅ্যাপেই শেয়ার করার জন্য নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এ ব্যাপারে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে কিছু বেটা ব্যবহারকারীর দাবি, তাদের ফোনের ফেসবুক অ্যাপে ফিচারটি যুক্ত করা হয়েছে। তাদের দেয়া তথ্য মতে, এতে ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও পণ্যের প্রচারণা চালান সহজ হবে।
এতে ফেসবুকভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পোস্ট ব্যবহারকারীদের কাছে দ্রুত পৌঁছাতে পারবে। এছাড়াও ব্যবসায়ীদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে যুক্ত করা হবে চ্যাট ফিল্টার।
এতে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টের পরিচালনাকারীরা ব্রডকাস্ট ক্যাটাগরি ও কম সময়ে অপঠিত মেসেজ খোঁজার ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা পাবেন।
