Logo
Logo
×

আইটি বিশ্ব

ইউক্রেনে অনুদান যাচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইউক্রেনে অনুদান যাচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে

ফাইল ছবি

চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে এখন পর্যন্ত অন্তত এক কোটি ৩৭ লাখ ডলার বেনামি বিটকয়েন অনুদান পাঠিয়েছে বেনামি বিটকয়েন দাতা। এমনটাই জানিয়েছেন ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা।

ব্লকচেইন অ্যানালাইসিস কোম্পানি ইলিপটিকের গবেষকরা জানিয়েছেন ইউক্রেন সরকার, বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী দলগুলো অনলাইনে তাদের বিটকয়েন ঠিকানায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এ অর্থ সংগ্রহ করেছে। এখন পর্যন্ত কমপক্ষে চার হাজার অ্যাকাউন্ট থেকে দান এসেছে। এর মধ্যে এক বেনামি দাতা একটি এনজিওতে তিন মিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন দান করেছেন।

ইউক্রেন সরকারের টুইটার অ্যাকাউন্টে শনিবার দুপুর নাগাদ পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, ‘ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ান। দান হিসাবে ক্রিপ্টোকারেন্সিও গ্রহণ করা হচ্ছে। বিটকয়েন, ইথেরিয়াম এবং ইউএসটিডি।’ এ ছাড়া দুটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে ভাষণ পোস্ট করার আট ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৪ মিলিয়ন ডলার সংগৃহীত হয়। ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী বলেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে’ সহায়তার জন্য সম্প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু এ অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে তিনি ব্যাখ্যা করেননি।

ইউক্রেন অনুদান ক্রিপ্টোকারেন্সি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম